উইমেন্স মেডিকেলের অনাকাঙ্খিত ঘটনায় মেয়রের দু:খ প্রকাশ ।

নিজস্ব প্রতিবেদক : সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অনাকাংখিত ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ার প্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সিলেটের চিকিৎসক সমাজের কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ আমার জীবন সংকটাপন্ন থাকা অবস্থায় সেই দুঃসময়ে তারা যেভাবে আমাকে সহানুভুতি দেখিয়েছেন তা আমি ও আমার পরিবার কোনদিন ভুলব না।

মেয়র বলেন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ভুলবুঝাবুঝির পরপর তাৎক্ষনিকভাবে আমি সেখানে গিয়েছি এবং কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা ঘটনার সুন্দর সমাধান করেছি। নগরবাসীর প্রতিটি কাজে সবাইকে সংযমী ও ধৈয্যশীল থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, হাসপাতালের এমডি ডা. আব্দুল আহাদকেও আমি সরেজমিন গিয়ে দেখেছি। এই অনিচ্ছাকৃত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

মেয়র বলেন, সৌহার্দ্যের বন্ধন সিলেটের অতীত ঐতিহ্য। আমি ডা. আব্দুল আহাদকে দেখতে গিয়ে একান্ত আলাপচারিতায় সেই সৌহার্দ্যের বিষয়টি তুলে ধরেছি এবং বলেছি ঘটনার আকস্মিকতায় সংঘটিত ঘটনা যাতে মন থেকে মুছে ফেলে সম্মিলিতভাবে সিলেটের উন্নয়নে কাজ করতে। এই অনিচ্ছাকৃত ঘটনার সমাধান করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও ধন্যবাদ জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র বলেন, রাস্তা প্রশস্তকরণ কার্যক্রমে নয়াসড়ক-মীরবক্সটুলাবাসী অভুতপুর্ব সাড়া দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও শুরু থেকেই যথাযথ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। মহানগরীর সকলের সহযোগিতায় সিলেট মহানগরীর উন্নয়ন আরও বেগবান হবে এমনটাই প্রত্যাশা মেয়রের।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tbTAS1

July 18, 2017 at 10:12PM
18 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top