টেক্সাস, ১৮ জুলাই- যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এই প্রথম অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, নাট্যপরিচালক, চিত্র নির্মাতা এবং জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্মরণে একটি স্মৃতিচারণ অনুষ্ঠান। গত ৮ জুলাই সন্ধ্যায় ডালাসের নিকটস্থ প্ল্যানো চিল্ড্রেনস থিয়েটারে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন। অন্যদিকে সঞ্চালক হিসেবে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। আরো দুজন বিশেষ ক্ষুদে অতিথি উপস্থিত ছিলেন দর্শক সারিতে, তারা আর কেউ নন, নিষাদ হুমায়ূন আর নিনিত হুমায়ূন। টেলিভিশনের লাইভ প্রোগ্রামের আদলে সাজানো এই অনুষ্ঠানটি ছিল ডালাসের দর্শকদের জন্য এক নতুন এবং ভিন্নতর অভিজ্ঞতা। অনুষ্ঠানটির মূল পরিকল্পনা, সমন্বয় আর পরিচালনায় ছিলেন ডালাস সহ প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শিকাগো বায়স্কোপ খ্যাত নাট্য নির্মাতা এবং নির্দেশক ফরহাদ হোসেন। প্রযোজনায় ছিলেন ডালাসের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ জুলফিকার এবং জাহিদ রেজা। আয়োজনে বাংলা গ্রুপ এবং বাংলা ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস এন্ড মিডিয়া সংক্ষেপে বিপাম। শুরুতেই বাংলাগ্রুপের পক্ষ থেকে শাহ জুলফিকার অনুষ্ঠানটি কেন করছেন, সে বিষয়ে আলোকপাত করেন। অতঃপর ফরহাদ হোসেনের সঞ্চালনায় হুমায়ূন আহমেদের বৈচিত্র্যময় জীবন নিয়ে নিজস্ব অনুভূতির কথা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন ডালাসের পরিচিত মুখ তারেক চৌধুরী, মঞ্জুর চৌধুরী রাজিব, জন সাখাওয়াত চৌধুরী, কাজী হাসান, মুর্তজা করিম, নিউইয়র্ক থেকে আগত হুমায়ূন আহমেদ ফাউন্ডেশনের প্রধান, লেখিকা মুনিয়া মাহমুদ এবং ক্যানসাস থেকে আগত চিত্র নির্মাতা ইকবাল খান কাকন। অনুষ্ঠানের এ পর্যায়ে বিপামের পক্ষ থেকে জাহিদ রেজা অনুষ্ঠানের মূল আকর্ষণ মেহের আফরোজ শাওন এবং সঞ্চালক শামীম শাহেদকে মঞ্চে আমন্ত্রণ জানান। শামীম শাহেদের প্রাণবন্ত উপস্থাপনা আর বহুমুখী প্রতিভার অধিকারী শাওনের সাবলীল পরিবেশনা ডালাসের দর্শকদের মোহচ্ছন্ন করে রেখেছিল প্রায় তিনঘণ্টা! তারা দুজনে মিলে গল্প, কথা আর গানে মাতিয়ে রেখেছিলেন পুরোটা সময়। শাওন একে একে গাইলেন হুমায়ূন আহমেদের নিজের লেখা এবং তার প্রিয় কিছু গান। বললেন সেই গানগুলো সৃষ্টির পেছনের কথা আর মজার মজার সব ঘটনা। হুমায়ূন আহমেদের একজন কাছের মানুষ হিসেবে তিনি কথা বলেছেন, অনেকটা বৈঠকী আড্ডার মত করে গল্প করেছেন ডালাস প্রবাসী হুমায়ূন ভক্তদের সাথে, তারা জানতে পেরেছেন অনেক অজানা কথা আর পেয়েছেন অনেক প্রশ্নের উত্তর। মেহের আফরোজ শাওনকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন, গীটারে পাভেল ইসলাম, কী-বোর্ডে ভিনসেন্ট ও বিজয়, তবলায় অনল, অক্টোপ্যাডে সুপ্রতীম আর দোতারায় ক্যানসাসের বাউলা ভাই খ্যাত কাকন। ভিডিও ধারণ করেন বৈশাখী ডালাস খ্যাত ইন্তেখাব সিদ্দিকি অরূপ, ইকবাল খান কাকন এবং মনসুর চৌধুরী। হুমায়ূন আহমেদের বইয়ের পসরা সাজিয়ে বসেছিলেন মাহবুব জালাল। আয়োজকরা জানান, যার নেপথ্য সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি আয়োজন করা ছিল প্রায়ই অসম্ভব তিনি হচ্ছেন প্রবাসী অভিনেত্রী সালমা রোজী। তিনি এক সময় হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক উড়ে যায় বকপক্ষী আর অচিন রাগিনীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। আর/১৭:১৪/১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vxmU68
July 18, 2017 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top