সুরমা টাইমস ডেস্ক;
বাংলাদেশের মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর আদিলুর রহমানকে মালোয়েশিয়ায় আটক করেছে সেখানকার ইমিগ্রেশন পুলিশ। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার ভোরে আটকের পর তাকে সেখানকার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুদণ্ড বিলোপ নিয়ে একটি সেমিনারে অংশ নিতে মালোয়েশিয়ায় গিয়েছিলেন আদিলুর। তাঁকে আটকের নিন্দা জানিয়ে মালোয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুরা রাকায়াত মালয়েশিয়ার (সুয়ারাম) নির্বাহী পরিচালক সেভান ডোরেইসামি এক বিবৃতিতে বলেন, কেন আদিলুর রহমানকে আটক করা হয়েছে, তা সকাল ১০টা পর্যন্ত জানাতে পারেননি ইমিগ্রেশন কর্মকর্তারা।
এর আগেও একাধিক মানবাধিকারকর্মীকে মালোয়েশিয়ায় আটক করার নজির রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uFK1hs
July 20, 2017 at 09:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন