মহারাজের মূর্তি-কাণ্ডে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

বালুরঘাট, ১৭ জুলাইঃ এখনও কোনও সুরাহা হল না সৌরভ গাঙ্গুলির মূর্তি স্থাপন কাণ্ডের। এই লজ্জাজনক কাণ্ডে সুবিচার পেতে বালুরঘাটের প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতি স্বপন বিশ্বাস এবার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ। এদিকে শহরের অপর এক ক্রিকেট খেলোয়াড় জয় মন্ডলও এদিন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে একই দাবি করেন। তাঁরা বলেন এই মূর্তি স্থাপন করতে না পারা অত্যন্ত লজ্জাজনক ব্যপার। তা গোটা বালুরঘাট এবং খোদ সৌরভের কাছে অপমানজনক।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে সম্মান জানাতে ভারতবর্ষে প্রথম তাঁর মূর্তি বসানোর উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। আট ফুটের এই মূর্তিটি উন্মোচন করতে খোদ মহারাজ আসেন বালুরঘাটে। কিন্তু জমি সংক্রান্ত বিবাদের জেরে স্টেডিয়ামে মূর্তি বসানোর জায়গা মেলেনি।

মূর্তি বিতর্কে কোনো মন্তব্য করতে চাননি জেলাশাসক সঞ্জয় বসু। ডিএসএ-র সম্পাদক গৌতম গোস্বামী বলেন, ‘সৌরভের মূর্তি স্থাপন করতে না পারা সত্যিই দূর্ভাগ্যজনক। বর্তমানে এটি অফিস ঘরে রাখা হয়েছে। প্রয়োজনে সেটিকে মহারাজের বেহালার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vasoEo

July 17, 2017 at 10:23PM
17 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top