সিডনি, ০৬ জুলাই- লক্ষ্যটা আহামরি বড় ছিলোনা। বোলাররা কাজের কাজটি করে দিয়েছিলেন। ১৮৯ রানেই আটকে দিয়েছিলেন নর্দান টেরিটোরি ইন্টারন্যাশনাল একাদশকে। তবে এ লক্ষ্য তাড়া করতে হারাতে হয়েছে ৯ উইকেট। খেলতে হয়েছে ৪৯ ওভার। তবে সস্তির কথা জয়ে পেয়েছে বাংলাদেশ এ দল। তানবির হায়দারের হার না মানা হাফ সেঞ্চুরিতে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় লিটন কুমার দাসের দল। বুধবার ডারউইন এন্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে টস জিতে টেরিটোরিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ এ দল। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৮৯ রানেই আটকে রাখে তাদের। ৩৪ রানে ২টি উইকেট নেন আবুল হোসেন রাজু। ১টি করে উইকেট পান আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, জুবায়ের হোসেন লিখন ও মোহাম্মদ সাইফউদ্দিন। স্বাগতিকদের পক্ষে ৭৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন ব্ল্যাকম্যান। ৪২ রান করেন গ্রেগোরি। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ এ দল। ৫৮ রানের উদ্বোধনী জুটি পায় দলটি। তবে ওপেনার এনামুল হক বিজয় আউট হলেই উইকেট হারানোর মিছিলে নামে টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৯ রানেই প্রথম সারির ৭ উইকেট হারায় তারা। ফলে বড় হারের শঙ্কায় পরে দলটি। তবে অষ্টম উইকেটে আবুল হোসেন রাজুর সঙ্গে তানবির হায়দারের গড়া ৪৪ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখে দলটি। তবে ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে আবার হারের শঙ্কায় পরে তারা। এ সময় লিখনকে নিয়ে দারুণ ব্যাট করেন তানবির। শেষ উইকেটে সেঞ্চুরি সমান ১৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন তানবির। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তানবির। ৮৩ বল মোকাবেলা করে ৪টি চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজান এ অলরাউন্ডার। এছাড়া ৩১ রানের কার্যকরী এক ইনিংস খেলেন রাজু। এছাড়া লিটন ৪১ ও বিজয় ২০ রান করেন। টেরিটোরির পক্ষে ৩৪ রানে ৩টি উইকেট পেয়েছেন মার্টিন। এছাড়া ২টি উইকেট নেন গ্রেগোরি। আর/১২:১৪/০৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uqz6pr
July 06, 2017 at 06:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন