নিজস্ব প্রতিবেদক ● “মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে মঙ্গলবার সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে সদর দক্ষিণ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি বিষয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন।
মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা শায়লা শারমিন, সহকারী মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, ফিল্ড এ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম। এ সময় দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, সদর দক্ষিণ প্রেস ইউনিটির সভাপতি হাজী দেলোয়ার হোসেন মজুমদার, সাপ্তাহিক সমাজ কন্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, কুমিল্লার কাগজের নিজম্ব প্রতিবেদক জহিরুল ইসলাম জহির, দৈনিক ডাক প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মামুন মজুমদার উপস্থিত ছিলেন।
এ দিকে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আজ সকাল ১০ ঘটিকায় সদর দক্ষিণে বর্ণাট্য র্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধনের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করবেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। মৎস্য সপ্তাহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুপালী মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম।
The post মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সদর দক্ষিণে মতবিনিময় সভা appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2uvrl4n
July 18, 2017 at 08:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন