মুম্বাই, ২৭ জুলাই- বলিউডের আরেকটি যুগলের বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। জোর গুঞ্জন উঠেছে রণবীর সিং নতুন প্রেমের দিকে ঝুঁকেছেন! তাই বিচ্ছেদ ঘটতে পারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে, ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যালের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, রণবীর-দীপিকার বিচ্ছেদ প্রায় নিশ্চিত। রণবীর ইতোমেধ্যে অন্য একজনের সঙ্গে ঘোরাফেরা শুরু করেছেন। এক সূত্র জানায়, রণবীর-দীপিকা ৫ বছর ধরে একসঙ্গে আছেন। তাদের পরিবারেরও সমর্থন ছিলো। রণবীর বিয়ে করতে চান কিন্তু দীপিকা মনে করেন এখন বিয়ে করলে তার ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে। বিয়ে নিয়ে দুজনের এই মতবিভেদ শেষ পর্যন্ত সম্পর্ক বিচ্ছেদ ডেকে আনছে বলে দাবি করে ওই সংবাদমাধ্যম। তারা জানায়, রণবীর এই সম্পর্কের ব্যাপারে বরাবরই ধৈর্যশীল ছিলেন। দুজন দুই মহাদেশে শ্যুটিং করলেও রণবীর দীপিকার জন্য ছুটে গিয়েছেন বরাবরই। কিন্তু এখন রণবীরই বিচ্ছেদ চাইছেন। এআর/২২:০৩/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tMAwOy
July 28, 2017 at 03:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top