কলকাতা, ২৭ জুলাই- তৃণমূলের পরে এবার সিপিএম। রাজ্যসভা নির্বাচনে ফের সৌরভ গাঙ্গুলির প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু যাঁকে নিয়ে এত জল্পনা, সেই সৌরভ দাবি করছেন, তিনি বিষয়টির বিন্দুবিসর্গও জানেন না। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তাঁর জায়গায় সৌরভকে বাংলা থেকে প্রার্থী করা জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন বলে খবর রয়েছে। বিষয়টি জানার পর সৌরভ নিজেই কার্যত আকাশ থেকে পড়েন। তিনি বলেন, এমন কোনও খবর হয়েছে সেটাই তো আমি জানি না। খবরটা না পড়ে তো মন্তব্য করা মুশকিল। সৌরভের কথা মতো তাঁকে সীতারামের প্রস্তাবের খবরের লিঙ্ক পাঠালে সৌরভের জবাবআমার কোনও মন্তব্য নেই। কারণ আমি এ বিষয়ে বিন্দুবিসর্গও জানি না। এটি আমার কাছেই একটা খবর। সৌরভ একটি বিষয় স্পষ্ট করেছেন, ক্রিকেট প্রশাসনের পাশাপাশি প্রত্যক্ষ রাজনীতিতে তাঁর আগ্রহ নেই। কিছুদিন আগেই শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেস তাঁকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করতে চায়। সেবারেও সযত্নে সেই খবর নস্যাৎ করেছিলেন সৌরভ। তখনও তিনি বলেছিলেন, রাজ্যসভায় প্রার্থী হওয়া নিয়ে তিনি নিজেই কিছু জানেন না। এআর/১৭:৫৫/২৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vaqMhf
July 27, 2017 at 11:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন