কুমারগ্রাম, ১৫ জুলাইঃ গত কয়েকদিন ধরেই কুমারগ্রামের উত্তর হলদিবাড়ি থেকে গায়েব হয়ে যাচ্ছে হাঁস-মুরগি। চিতাবাঘের উপদ্রব ভেবে হাঁস-মুরগির খাঁচার সামনে শিকল দিয়ে শক্তপোক্ত ফাঁদও তৈরি করেছিলেন অনেকে। কিন্তু চোর ধরা পড়েনি। অথচ, প্রতিদিন সকালে কারো না কারো হাঁস-মুরগি গায়েব। শেষপর্যন্ত রাতপাহারা দিতে শুরু করেন গ্রামবাসীরা। শনিবার ভোরের দিকে অবশেষে দেখা মিলল চোরের । প্রায় ছ-ফুট লম্বা শরীর নিয়ে নিঃশব্দে বুকে ভর দিয়ে খাঁচার দিকে এগিয়ে আসছিল সে। প্রথমে গ্রামবাসীরা ঘাবড়ে গেলেও সকলে মিলে শেষপর্যন্ত পাকড়ে ফেলেন চোরকে। খবর যায় পুলিশে নয়, বন দপ্তরে। কারণ চোর হচ্ছে বিশাল এক অজগর। বনকর্মীরা তাকে উদ্ধার করে অনেকটা দূরে কুমারগ্রাম বিটের ২ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে ছেড়ে দিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vnj3s9
July 15, 2017 at 11:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন