প্রতিশ্রুতি’র নতুন কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রতিশ্রুতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে প্রতিশ্রুতি’র সমন্বয়ক  আবু হাসনাত সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, বালুগ্রাম আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাইদুর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. আব্দুস সাত্তার, সাংবাদিক শহীদুল হুদা অলক, প্রতিশ্রুতির সদস্য মামুনুর রশিদ, জুয়েল রানা। সভা পরিচালনা করেন প্রতিশ্রুতি’র সাবেক সমন্বয়ক আব্দুর রব নাহিদ।
সভায় ৯ সদ্যস্যের উপদেষ্টা পরিষদ ও ১১ সদস্যের সমন্বয় পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, বালুগ্রাম আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাইদুর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান, সামাজিক সংগঠক শহীদুল হুদা অলক, স্কুল শিক্ষক সফিউল আজম, সাংবাদিক ফয়সাল মাহমুদ, সাংস্কৃতিক কর্মী নাহিদুল ইসলাম।
সমন্বয় পরিষদের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয় আবুল কাশেম সুইটকে। সমন্বয় পরিষদের সদস্যরা হলেন, আব্দুর রব নাহিদ, আবু হাসনাত সুমন, আজিজুল বারী, জুয়েল রানা, হাসান ইমতিয়াজ বাবু, আব্দুল বারী, আব্দুল ওদুদ, নিজাম উদ্দীন, মেহেদী হাসান আপেল ও মোমিন আলী।
সভায় প্রগতির পথ ধরে মানুষের কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতির সদস্যদের প্রতি আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৭-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2gQtfHh

July 21, 2017 at 09:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top