নয়া দিল্লী, ১০ জুলাই- পাকিস্তানের নারী ক্রিকেটের সমার্থ নাম বলা যায় সানা মিরকে। সেই সানা ইংল্যান্ডে চলমান বিশ্বকাপেই অসাধারণ এক মাইলফক স্পর্শ করে ফেললেন। পাকিস্তানের অধিনায়ক দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে খেলে ফেললেন ১০০টি ওয়ানডে। মেয়েদের ক্রিকেটে যা বেশ অভাবনীয় ব্যাপারও বটে। আর এমন এক কীর্তির ফলক স্পর্শ করার পর ক্রিকেট বিশ্বজুড়ে সানার জয়জয়কার, ভাসছেন তিনি অভিনন্দনের জোয়ারে। ইতিহাসের মাত্র তৃতীয়তম নারী ক্রিকেটার হিসেবে ১০০ ওয়ানডের মাইলফলকে পেরিয়েছেন সানা। ৩১ বছর বয়সী ডান হাতি ব্যাটসম্যান এবং অফ স্পিনার সানা ২০০৫ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে পা রাখেন। এরপর খেলা ১০০ ম্যাচে ১৩৫৬ রান করার পাশাপাশি উইকেট শিকার করেছেন ১০৯টি। ক্যারিয়ারে ৫ উইকেট আছে একবার। ম্যাচে ৪ উইকেট তিনবার। খেলেছেন ৭৫টি টি-টুয়েন্টি ম্যাচও। এমন এক অর্জনের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশেষ অভিনন্দন জানিয়েছে তাদের নেতাকে। সানা এখন মেয়েদের ওয়ানডে বিশ্ব র্যাঙ্কিংয়ে বোলিংয়ে ৬ নম্বর অবস্থানে আছেন। ২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসে পাকিস্তানের হয়ে দুটি ক্রিকেট আসরের গোল্ড মেডেল জিতেছেন। আর/১২:১৪/১০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2twuGPh
July 10, 2017 at 06:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন