সিডনি, ২৮ জুলাই- ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বের অবসানে শান্তি চুক্তির প্রস্তাব নিয়ে এগোচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত এক মাস ধরে চলমান সংকটের জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আবার শুরুর আগেই ভেস্তে যাওয়ারও উপক্রম হয়েছে। বোর্ড কর্মকর্তাদের দিকে যে নতুন করে তোপ দেগেছেন অজিদের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এইসব কর্মকর্তাদের কারণেই নাকি তারা অর্থ কষ্টে পড়েছেন বলে দাবি বাঁহাতি মারকুটে ব্যাটসম্যানের। বৃহস্পতিবার কঠোর অবস্থান থেকে সরে এসে মধ্যস্থতাকারী নিয়োগের মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বের অবসান চেয়েছেন সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। সঙ্গে স্মিথ-ওয়ার্নাররা নাকি ব্যাগি গ্রিন জিম্মি করে মাস্তানি করছেন বলেও দাবি এই বোর্ড কর্মকর্তার। এতেই বেজায় চটেছেন ওয়ার্নার। ব্যাগি গ্রিন মাথায় পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, এই ব্যাগি গ্রিনই আমার কাছে সবকিছু। আমিসহ সব নারী-পুরুষ ক্রিকেটারদের কাছেও তাই। আবারও মাঠে ফিরতে চাই। এরপরই সেই পোস্টে নিজের জমে থাকা ক্ষোভগুলো একে একে উগড়ে দিয়েছেন অজি বাঁহাতি। প্রতি পদক্ষেপেই তাদের অবহেলা করা হয়েছে বলে দাবি তার, আমরা ক্রিকেটাররা শান্তির জন্য ৩০ মিলিয়ন ডলার দিতে চেয়েছি, আমাদের অবহেলা করা হয়েছে। দুবার মধ্যস্থতা করতে চেয়েছি। তখনও তাচ্ছিল্য করা হয়েছে। আর এখন সিএ নিজেই বিপদে পড়ে গেছে। যে ক্রিকেটারদের আয়কৃত অর্থ দিয়ে বোর্ড চলে, সেই ক্রিকেটাররা বেকার হয়ে অর্থে কষ্টে ভুগছেন আর প্রশাসনিক কর্মকর্তারা ঠিকই বসে বসে বেতন নিচ্ছেন। সে প্রসঙ্গ টেনে ওয়ার্নার বলেছেন, ক্রিকেটাররা এখন বেকার। কেউ কেউ খুবই কষ্টে আছে। কিন্তু তারপরও ট্রেনিংটা চালিয়ে যাচ্ছে। অথচ প্রশাসনিক কর্মকর্তারা ঠিকই বেতন পাচ্ছে। আর সমাধান না হওয়ায় আমাদের দোষ দিচ্ছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vPlRj0
July 28, 2017 at 07:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top