শব্দ দূষণের উৎসে মসজিদের ছবি, ছড়াল বিতর্ক

নয়াদিল্লি, ২ জুলাইঃ মসজিদকে শব্দ দূষণের কারণ হিসেবে তুলে ধরায় বিতর্ক ছাড়ল। আইসিএসই-র ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে শব্দ দূষণ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। অভিযোগ, সেখানেই শব্দ দূষণের উত্স হিসেবে মসজিদের ছবি তুলে ধরা হয়েছে। এই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক ছড়ায়। এই বই প্রত্যাহারের দাবিতে একটি অনলাইন পিটিশনেও করেছে নেটিজেন।

এরই পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়েছেন বইটির প্রকাশক হেমন্ত কুমার। তিনি জানান, কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি দুঃখিত। বইটির পরিবর্তি সংস্করণে ছবিটি পালটে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে আইসিএসই-র তরফে জানানো হয়েছে, স্কুলের পাঠ্যবই বোর্ড সুপারিশ করে না। যদি বইটিতে কোনও বিতর্কিত বিষয় মেলে, তাহলে তা স্কুল ও প্রকাশকের দায়িত্ব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sBr36U

July 02, 2017 at 10:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top