নয়াদিল্লী, ১১ জুলাই- ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচনের জন্য সোমবার সাক্ষাৎকার নেন সৌরভ গাঙ্গুলিরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) তিন সদস্য গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষ্মন এই সাক্ষাৎকার পরিচালনা করেন। সাক্ষাৎকারের গ্রহণের পর সন্ধ্যার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করার কথা ছিল বিসিসিআইয়ের। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড ও সিএসি। ভারতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক কোহলির সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন গাঙ্গুলি। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে এবং ক্রিকইনফো এই সংবাদ জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর অধিনায়ক বিরাট কোহলিদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গত মাসের শেষের দিকে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন অনিল কুম্বলে। সেই পদে রবি শাস্ত্রী কিংবা বীরেন্দর শেবাগ বসবেন বলেই জোর আলোচনা চলছে। কোচ হওয়ার দৌড়ে টিকে রয়েছেন টম মুডিও। বিসিসিআই সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষ হয়। আবেদনকারী ১০ জনের মধ্য থেকে বোর্ড ছয়জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। তাদের মধ্য থেকে ফিল সিমন্স ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাক্ষাৎকারে অংশ নিতে পারেননি। শাস্ত্রী ছাড়া সাক্ষাৎকারে অংশ নেয়া অপর চারজন হলেন- টম মুডি, বীরেন্দর শেবাগ, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুত। ভারতের শীর্ষ সারির কয়েকটি সংবাদমাধ্যম জানায়, সাক্ষাৎকারের আগেই অধিনায়ক কোহলির সঙ্গে যোগাযোগ করে সিএসি। তবে কোচ হিসেবে বিশেষ পছন্দের কেউ নেই বলে জানিয়ে দেন তিনি। আগামী ২৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত। লঙ্কা সফরের আগে বেশ সময় রয়েছে। তাই কোহলি দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। সাক্ষাৎকারের পর সংবাদমাধ্যমকে সিএসর অন্যতম সদস্য গাঙ্গুলি বলেছেন, আমাদের তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। শ্রীলঙ্কা সফরের এখনো এক সপ্তাহ বাকি রয়েছে। আমাদের এখনো কিছু লোকের সঙ্গে কথা বলতে হবে; বিশেষ করে অধিনায়ক কোহলির সঙ্গে। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে সাক্ষাৎকার নেয়ার জন্য দুপুরের আগেই সিএসির দুই সদস্য গাঙ্গুলি ও লক্ষ্মন পৌঁছেন। তবে শচীন দেশের বাইরে থাকায় শারীরিকভাবে সাক্ষাৎকারে অংশ নিতে পারেননি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে গাঙ্গুলিদের সঙ্গে যোগ দেন মাস্টার ব্লাস্টার।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sIH7ol
July 11, 2017 at 07:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top