ঢাকা, ২২ জুলাই- ২০১৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের শিকারি ও জিতের বাদশা দ্য ডন। ওই সময় ঢালিউড বক্স অফিস সেয়ানে সেয়ানে লড়াইয়ের সাক্ষি ছিল। এবারের ঈদে ঢাকার সুপারস্টারের কাছে ম্লান হয়ে গেছেন কলকাতার জিৎ। প্রথম কয়েকদিন ভালো চললেও পরে সুবিধা করতে পারেনি জিতের সিনেমা বস টু। অন্যদিকে শাকিবের নবাব-এর রমরমা অবস্থা। পঞ্চম সপ্তাহে বস টুর তুলনায় দ্বিগুণ হল পেয়েছে নবাব। শাকিব-শুভশ্রী রসায়ন দেখা যাচ্ছে ৪৯টি প্রেক্ষাগৃহে। জিৎ-শুভশ্রী-নুসরাত ফারিয়ার ভরসা ২৫ হল। এমন তথ্য পাওয়া গেছে ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েও ভালো চলেনি বস টু। নবাব ভারতের রাজ্যটিতে মুক্তি পাচ্ছে ২৮ জুলাই। এবার দেখে নেওয়া যাক নবাব-এর হল তালিকা ঢাকা: স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, বলাকা, অভিসার, আনন্দ, আজাদ, পদ্মা ও মুক্তি। ঢাকার বাইরে: সেনা (সাভার), বনরূপা (মাওনা), বর্ণালী (নোয়াপাড়া), ঝঙ্কার (পাঁচদোনা), বিজিবি (সিলেট), জয় (শমশেরনগর), কল্পনা (মৌলভীবাজার), শিল্পী মিলন (মধ্যনগর), মেঘনা (আশুগঞ্জ), পালকী (চান্দিনা), রাজ মনিহার (রায়পুরা), সাথী (পলাশবাড়ি), বুলবুল (চিতলমারী), সোহাগ (ষটিবাড়ি), মনিমহল (ধামরাই), চান্দনা (জয়দেবপুর), মর্ডান (দিনাজপুর), জ্যোতি (কাজীরহাট), পিয়াশা (ধনবাড়ি), মানসী (কিশোরগঞ্জ), মনোয়ার (জামালপুর), ছন্দা (পটিয়া), প্রিয়া (গৌরীপুর), পূর্বাশা (সান্তাহার), মণিহার (যশোর), ছায়াবাণী (নাটোর), পুরবী (ময়মনসিংহ), জোনাকি (কলারোয়া), বুলবুল (চিতলমারী), উপহার (রাজশাহী), নিউ রজনীগন্ধা (চালা), রূপকথা (পাবনা), অবসর (বিরামপুর), অভিরুচি (বরিশাল), উত্তরা (পার্বতীপুর), ভাই ভাই (সখিপুর), সোহাগ (ঘোড়াশাল), শাপলা (রংপুর), সান্ত্বনা (হাজীগঞ্জ), সাগর (কালিয়াকৈর) ও রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ)। বস টুর হল তালিকা ঢাকা : রাজমনি, সনি, বিজিবি, মিনি গুলশান (জিঞ্জিরা) ও রানীমহল (ডেমরা)। ঢাকার বাইরে : চাঁদমহল (কাঁচপুর), ফিরোজমহল (পাগলা), মমতা (মাধবদী), মিতালী (কুড়িগ্রাম), পুনম (ঢাকা), মনিকা (শায়েস্তাগঞ্জ), কাজলী (মতলব), রূপালী সিনেমা (কুমিল্লা), পড়শি (লাকসাম), আলতা (সরিষাবাড়ি), ছন্দা (হাসনাবাদ), সাধনা (রাজবাড়ি), প্রীতি (আগলা), ঊর্বশী (ফুলবাড়ি), তামান্না (সৈয়দপুর), মমতাজ (রাজগঞ্জ), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), বিজিবি (কক্সবাজার) ও মেহেরপুর (মেহেরপুর)।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tymEr5
July 22, 2017 at 08:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন