ফেঞ্চুগঞ্জে নৌ-বিহারে গিয়ে দুই যুবকের সলিল সমাধি।

নিজস্ব প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জের গাড়ুলি বিলে মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১১টায় নৌ-বিহারে গিয়ে প্রাণ গেল জাকারিয়া আহমদ সিহান(২৭) ও ওহিদ মতিন রিয়াদ(২৬)নামের আপন দুই খালাতো ভাইয়ের।সিহানদের বাড়ির পাশের বিলে আনন্দ ভ্রমন গিয়ে আকশ্মিক নৌকাডুবিতে প্রাণ হারান তারা।

নিহত জাকারিয়া আহমদ সিহান ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।অপর নিহত যুবক হলো- সিলেট নগরীর দর্শন দেওড়ির আব্দুল মতিনের পুত্র ওহিদ মতিন রিয়াদ।

নিহতদের পরিবারের সাথে কথা বলে জানা যায়- মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় সিহানদের বাড়ির পাশের গাড়ুলিবিলে খাবারসহ নৌকাযোগে আনন্দ ভ্রমনে বের হন ফেঞ্চুগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসা ওহিদ মতিন রিয়াদ,ওলিদ মতিন ফুয়াদ। তাদের সাথে আনন্দ ভ্রমনে যোগদেন খালাতো ভাই সিহান,শিহাব ও মতিন নামের অপর যুবক।নৌকা নিয়ে গাড়ুলি বিলের কিছু জায়গা যাওয়ার পর নৌকার ছিদ্র দিয়ে পানি ডুকতে শুরু করলে নৌকা ভ্রমনকারীরা তীরে ভীড়ার চেষ্টা করে।

এ সময় বিলে তীব্র বাতাস শুরু হলে তাড়াহুড়ো করতে গিয়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়।সাতাঁর কেটে শিহাব,মানিক ও যুক্তরাজ্য প্রবাসী ফুয়াদ তীরে উঠতে সক্ষম হলেও সিহান ও রিয়াদ পানিতে তলিয়ে যায়, পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুজির পর রাত ১২ টার দিকে সিহান ও রিয়াদের লাশ উদ্ধার করেন। প্রাণে বেচেঁ যাওয়া রিয়াদের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী ওহিদ মতিন ফুয়াদ বলেন, আমার ভাই(রিয়াদ) সাতাঁর জানতো না। খালার বাড়িতে আনন্দ করতে এসে ছোট ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vCgBhJ

July 19, 2017 at 09:27PM
19 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top