জলপাইগুড়ি, ২ জুলাইঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে শুরু হতে চলেছে এক নয়া প্রকল্প ‘খাঁচার ভেতর পাখি ও মানুষ’। খাঁচার ভেতর পাখিদের আবাস্থলে পর্যটকদের ঢুকিয়ে ইকো পর্যটনে নতুন মাত্রা যুক্ত করবে বনদপ্তর। রবিবার জলপাইগুড়ি তিস্তা উদ্যানে ‘উদ্যান ও কানন’ বিভাগের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
বনমন্ত্রী জানান, বেঙ্গল সাফারির ভেতর বেশ কয়েক একর জমি জুড়ে প্রাকৃতিক পরিবেশে খাঁচা তৈরি করা হবে। সেই খাঁচার ভেতর বিভিন্ন ধরনের খুল, ফলের গাছ থাকবে। তাছাড়া পাখিদের জন্য থাকবে জলাশয়। পাখিদের জন্য আলাদা করে খাদ্য শস্যের ব্যবস্থাও করবে বনদপ্তর। এই পরিকল্পনার রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। বেঙ্গল সাফারিতে পর্যাপ্ত জায়গা রয়েছে। সম্ভবত বর্ষার পরেই এই প্রকল্পের কাজ শুরু হবে।
রাজ্যে এই ধরনের প্রকল্প প্রথম। খাঁচার ভেতর প্রাকৃতিক পরিবেশ তৈরি করে সেখানে মানুষের ভ্রমণের অভিনব এই পরিকল্পনা ব্যতিক্রম বলে বনমন্ত্রীর দাবি। তিনি আরও জানান, বেঙ্গল সাফারির গুরুত্ব বাড়াতে ভাল্লুক রাখার ৬টি খাঁচা, লেপার্ডের ৬টি খাঁচা তৈরি হয়েছে। এখন শুধুই সেগুলি নিয়ে আসা বাকি আছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sB2NSI
July 02, 2017 at 08:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন