শিলিগুড়ি, ২১ জুলাইঃ উদ্ধার হল ১৩ লক্ষ টাকার চোরাই শালকাঠ। উদ্ধার হয়েছে ৩৪টি শালকাঠের লগ। পাচারের উদ্দেশ্যে ৬ চাকার একটি ট্রাক ওভারলোড করে নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল রাতে ইস্টার্ন বাইপাস থেকে দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর ডিভিশনের শালুগাড়া রেঞ্জ এবং প্রধাননগর থানার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাত পৌনে ২ টা নাগাদ চলে এই অভিযান। ট্রাকের চালক ও খালাসী পলাতক। বেকুন্ঠপুর ফরেস্টের ডিএসও উমা রানি এন জানিয়েছেন, ডব্লিউবি ৭৩সি৮০৯৮ নম্বরের একটি গাড়িতে কাঠ পাচারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চালানো হয় এই অভিযান। গাড়িটিতে কাঠ ওভারলোড করে পুরো ঢাকা ছিল। গাড়িটি ধরা গেলেও গাড়িতে থাকা দুই ব্যক্তি পলাতক। খোঁজ চলছে তাদের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vqBlK7
July 21, 2017 at 02:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন