কলকাতা, ২৩ জুলাই- আইএসএল-এ কলকাতার দল অ্যাটলেটিকো ডে কলকাতার নাম বদলাচ্ছে। স্প্যানিশ তারকা দল অ্যাটলেটিকে ডে মাদ্রিদের সঙ্গে কলকাতার দলের চুক্তি শেষ হয়ে গিয়েছে। আর এজন্য নামবদল হচ্ছে। অফিসিয়ালি অ্যাটলেটিকো ডে কলকাতা হিসেবে নথিভূক্ত হয়েছে। তবে দলের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবটি এক পয়সাও খরচ করেনি। দুরকমভাবে চুক্তি হতে পারে। একটা আর্থিক, একটা টেকনিক্যাল। তাদের সঙ্গে আমাদের চুক্তি শেষ। ওদের মালিকানার অংশ আমি কিনে নেব। চতুর্থ সিজনের আগে মুম্বইয়ে প্রথম সাংবাদিক সম্মেলনে অফিসিয়ালি কলকাতাকে ATK হিসেবেই দেখানো হয়েছে। গোয়েঙ্কার কথায়, আমরা এটিকে। এটা পুরো অর্থ অ্যাটলেটিকো ডে কলকাতা এবং আমার তোমার কলকাতা। এখান থেকেই ইঙ্গিত মিলে গিয়েছে, কলকাতার নাম বদলে হতে চলেছে আমার তোমার কলকাতা। তবে জার্সির রঙে কোনও বদল হচ্ছে না। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সির রংই থাকছে। সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবের ২৫ শতাংশ মালিকানা তিনি কিনে নিতে চলেছেন। গোয়েঙ্কা ছাড়াও কলকাতার ক্লাবে অংশীদারিত্ব রয়েছে উৎসব পারেখ, হর্ষ নেওটিয়া ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eFFvcT
July 24, 2017 at 01:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top