কুমিল্লায় অর্থ আত্মসাতের মামলায় প্রকৌশলীর ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ● অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এলজিইডি-কুমিল্লার সাবেক নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার কুমিল্লার স্পেশাল জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন এ রায় দেন।

জানা যায়, হারুনুর রশিদ এলজিইডি-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী পদে দায়িত্ব পালনকালে ল্যাবরেটরি টেস্টের আদায়কৃত রাজস্বের ৩৮ লাখ ৯৪ হাজার ৭৩৫ টাকা আত্মসাত করেন। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে তার বিরুদ্ধে ২০১৩ সালের ২২ আগস্ট কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস। কুমিল্লার স্পেশাল জজ আদালত বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।

দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, মামলায় বিজ্ঞ বিচারক এলজিইডি-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন। তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

The post কুমিল্লায় অর্থ আত্মসাতের মামলায় প্রকৌশলীর ১০ বছরের কারাদণ্ড appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2uJbeNh

July 05, 2017 at 03:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top