নয়া দিল্লি, ০৬ জুলাই- ইংল্যান্ডে আয়োজিত মহিলা বিশ্বকাপে ভারতীয় সমর্থকরা আপাতত তাঁকে নিয়েই মজে রয়েছেন। কারণ অবশ্য দুটো। প্রথমত তাঁর অনবদ্য পারফরম্যান্স, দ্বিতীয়ত তাঁর প্রাণজ্বল হাসি। নিশ্চয়ই বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তিনি স্মৃতি মান্ধানা। চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করে সংবাদের শিরোনামে চলে এসেছেন। যত দিন যাচ্ছে ক্ষুরধার হচ্ছে তাঁর খেলা। মাঠে তো ছক্কা হাঁকিয়ে বিপক্ষকে হারিয়ে দেন সহজেই। এবার এই একটা জায়গায় বলিউড অভিনেত্রী দিশা পটানিকেও পিছনে ফেললেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আমচি মুম্বইয়ের ২১ বছর বয়সি এই তরুণী ক্রিকেটার বলিউড তারকা দিশা পটানিকে গুগুল সার্চে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, জানা গিয়েছে, এই মুহূর্তে গুগল সার্চে বলিউডের আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়েছেন স্মৃতি। উল্লেখ্য, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বিশ্বকাপে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করে লাইম লাইটে চলে এসেছেন স্মৃতি মান্ধানা। তাঁর হঠাৎ সাফল্যে ভারতীয় ক্রিকেটের গ্ল্যামার গার্ল মায়ান্তি ল্যাঙ্গার পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় স্মৃতির ছবি পোস্ট করে জানিয়েছেন, এই মুহূর্তে বড় বড় সেলেবদেরও ছুটি করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এই নতুন সেনশেসনটি। ক্রিকেট দুনিয়ায় দারুণ পরিচিত মায়ান্তি ল্যাঙ্গারের এমন সার্টিফিকেট দেওয়ায় সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গুগল সার্চেও ক্রমে স্মৃতির খোঁজ পাল্লা দিয়ে বেড়ে চলেছে। ইন্টারনেটে অনেক বিশেষজ্ঞের দাবি, স্মৃতি মান্ধানার খোঁজ গুগলএ এভাবে চলতে থাকলে দেশের এই উঠতি ক্রিকেটারটি বহু তারকার রেকর্ডই ভেঙে দিতে পারেন। এআর/১৪:৫০/০৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tUplTn
July 06, 2017 at 08:51PM
06 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top