নয়াদিল্লী, ২৭ জুলাই- সেই ছোট্টকালটি থেকে ছেলেদের সাথে ক্রিকেট খেলে বেড়ে ওঠা তার। সেটা আর কজনা জানেন? সেদিন নারী বিশ্বকাপের সেমি ফাইনালে হারমানপ্রিত কাউরের ১৭১ রানের অবিস্মরণীয় ইনিংস অনেক ক্রিকেটবোদ্ধার চোখ কপালে তুলেছে। কেউ কেউ তো অনেক পুরুষ ক্রিকেটারের চেয়ে ভালো ব্যাটার বলেছেন হারমানপ্রিতকে। ভারতীয় এই নারী ব্যাটার অবশ্য তার এই আগ্রাসী ক্রিকেটের পেছনে ছেলেদের সাথে খেলাকেই কৃতিত্ব দিলেন। বললেন, ছোটোকাল থেকে যখন ছেলেদের সাথে খেলেন তখন ছেলেদের বড় বড় ছক্কা হাঁকাতে দেখে তিনিও তেমন ছক্কা হাঁকাতেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারমানপ্রিতের ওই ইনিংস ভারতকে নিয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিশ্বকাপের ফাইনালে। যে ইনিংসটিকে অনেকে ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা কপিল দেবের ১৭৫ রানের ইনিংসের সাথে তুলনা করেছেন অনেকে। এটা নিশ্চয়ই হারমানপ্রিতের জন্য গর্বের। বুধবার দলের সাথে দেশে ফিরেছেন হারমানপ্রিত। দল পেয়েছে বীরোচিত সংবর্ধনা। আর সবার মাঝে হারমানপ্রিত তো বেশি বেশি আলো নিয়ে জ্বলছিলেন। সেখানেই হারমানপ্রিত কথা প্রসঙ্গে জানালেন, তার বড় বড় ছক্কা মারার রহস্যের কথা। যেটি আসলে পুরুষদের সাথে খেলে খেলেই রপ্ত করা। হারমানপ্রিতের ভাষায়, সেই ছোটোবেলা থেকেই আমি এমন ব্যাটিংয়ে অভ্যস্ত। আমি এরকম খেলাই শিখেছি। ক্রিকেট খেলতাম ছেলেদের সাথে। ওরা ছক্কা মারতো খুব। আমিও ছক্কা মারতে পছন্দ করতাম। দলকে ফাইনালে নিলেও সেই শিরোপা লড়াইয়ের ম্যাচে ব্যাট হাতে কিছু করতে না পারার কষ্ট আছে হারমানপ্রিতের মনে, ফাইনালে আমাদের রান দরকার ছিল। আমি রানের জন্য ছুটছিলাম। শটটা আমি খেলেছিলাম এই ভেবে যে পুরোপুরি নিরাপদ ওটি। কিন্তু বল গেলো ফিল্ডারের হাতে। খুবই হতাশার ছিল তা। বিশ্ব মঞ্চে হই চই ফেলে দেওয়ার মতো ইনিংস হারমানপ্রিতের ওই ১৭১। দর্শকদের চোখে লেগে থাকবে দীর্ঘকাল। কিন্তু হারমানপ্রিত বলছেন, তার খেলার স্টাইলটাই এমন। এরকম খেলা তিনি আগেও খেলেছেন। কেন তা চোখে পড়েনি? সেই কথাই বলছিলেন হারমানপ্রিত, এরকম ইনিংস আমি ঘরোয়া ক্রিকেটেও খেলেছি। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সুযোগ পেলেও আগে এমন বড় ইনিংস খেলতে পারিনি। ওই ম্যাচটা টেলিভিশনে দেখানো হয়েছে, লোকে তাই দেখতে পেরেছে। আর ওই ইনিংস খেলার প্রেষণার কথাও জানালেন হারমানপ্রিত, ওই ম্যাচটা জেতার ক্ষুধা ছিল আমাদের। দলের দরকারের সময় ওরকম একটা ইনিংস খেলে দলকে জেতাতে পারায় আমি খুশি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uECjSL
July 27, 2017 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top