মোর্চা হুমকি, সেবক হয়ে বাস বন্ধ

:শিলিগুড়ি ও ওদলাবাড়ি, ৩০ জুলাইঃ শনিবার সুকনায় অশান্তির জের ছড়াচ্ছে ডুয়ার্সেও। রবিবার সকাল থেকে সেবক হয়ে শিলিগুড়ি থেকে ডুয়ার্সে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সকালে ডুয়ার্স থেকে একটি বাস শিলিগুড়ি আসার পথে এলেনবাড়ির কাছে বাসের চালক ও কন্ডাক্টরকে হুমকি দেয় মোর্চা সমর্থকরা। তারপরই সেবক হয়ে বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বেলার দিকে কয়েকটি বাস গজলডোবা হয়ে যাতায়াত করলেও যাত্রীদের ভোগান্তি এতটুকু কমেনি। এর উপর বেলা এগারোটা নাগাদ মংপংয়ের কাছে ৩১ মন্বর জাতীয় সড়ক অবরোধ করে মোর্চা সমর্থকরা।

এদিন সকাল থেকে পি সি মিত্তাল বাস টার্মিনাসে কয়েকশো যাত্রী জড়ো হয়েছিলেন। বিশেষ করে রবিবার ডুয়ার্সের চা বাগানে ছুটি ও হাটবার হওয়ায় বহু মানুষ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। এদিন তাঁদের ভোগান্তির শেষ ছিল না। বেলা পর্যন্ত প্রশাসন গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা করতে না পারায় তাঁরা প্রচণ্ড ক্ষুব্ধ। বাস টার্মিনাসে দাঁড়িয়ে বেশ কয়েকজন যাত্রী বলেন, কয়েকজন মোর্চা নেতা আর সমাজবিরোধী প্রত্যেকদিন গোলমাল করছে ব্যক্তিগত স্বার্থে আর রাজ্য প্রশাসন চুপ করে তা দেখছে।

ছবিঃ পি সি মিত্তাল বাস টার্মিনাস দাঁড়িয়ে একটিমাত্র বাস। রবিবার রণজিত ঘোষের তোলা ক্যামেরায়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2eYc6L7

July 30, 2017 at 12:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top