হাত-পা-চোখ বেঁধে ডাকাতি ৪০ মিনিট ধরে

ইসলামপুর, ৮ জুলাইঃ শুক্রবার গভীর ইসলামপুর শহরের মিলনপল্লিতে দুঃসাহসিক ডাকাতির গটনা গটল। ১০ জনের সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে জয়দেব সরকার নামে এক ব্যক্তির বাড়িতে ঢোকে। জয়দেববাবু এবং তাঁর স্ত্রী সোমাদেবীর হাত-পা, চোখ বেঁধে প্রায় ৪০ মিনিট ধরে লুটপাট চালায় তারা। দুষ্কৃতীরা আট ভরি সোনার গয়না, লগদ ৩৫ হাজার টাকা ও দুটি দামি মোবাইল নিয়ে পালিয়ে যায়।

জয়দেববাবুর বাবা গত চারদিন ধরে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন । এরই মাঝে পরিবারে এমন ঘটনায় ভেঙে পড়েছেন ওই দম্পতি। প্রশ্ন উঠেছে ইসলামপুরে পুলিশের ভূমিকা নিয়েও। কারণ গত একমাসে শহরে লাগাতার চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। তিনদিন আগে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে ছবি দিয়ে পুলিশের একটি মহল থেকে শহরবাসীকে সতর্ক করা হয় যে শহরে তিনজন দাগি দুষ্কৃতী ঢুকেছে। তারপরেও ডাকাতির ঘটনায় পুলিশের সতর্ক থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ছবিঃ ডাকাতির পর বাড়িতে জয়দেববাবু ও সোমাদেবী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sXk0pi

July 08, 2017 at 11:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top