মুম্বাই, ১৭ জুলাই- অভিনেতা অভিনেত্রীদের তাদের কাজের জন্য সেরার সেরা সম্মান তুলে দিতে আবারও আয়োজন করা হয়েছিল ইন্টারন্যাশনাল ইণ্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এই মঞ্চে হাজির ছিলেন বলিউডের জনপ্রিয় তারকারা। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। ১৪ জুলাই শুরু হয়ে আজ শেষ হলো অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই একে একে নিউইয়র্কে পাড়ি দিয়েছিলেন তারকারা। আর পছন্দের তারকাকে এক ঝলক দেখতে নিউইয়র্কের টাইম স্কয়্যারের বাইরে ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবিও। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফ আলি খান ও করণ জোহর। আলিয়া ভাটের স্টেজ পারফরম্যান্সের পরই আসে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত। একে একে বিজয়ী তারকাদের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে সেরা অভিনেতা ও অভিনেত্রীর খেতাব জিতে নেন শহীদ কাপুর ও আলিয়া ভাট। এছাড়া সেরা কমেডিয়ানের খেতাব জিতে নেন বরুণ ধাওয়ান। তারই ফাঁকে বার্থ ডে গার্ল ক্যাটরিনাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তারকারা। আইফার মঞ্চ থেকেই গান গেয়ে ক্যাটরিনাকে বার্থ ডে উইশ করলেন আলিয়া ও বরুণ। আর এসব দেখে চোখে মুখে খুশি ফুটে উঠল ক্যাটের। এদিন আইফার মঞ্চে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার জন্য বিশেষ পারফর্ম করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সালমানও। তবে জীবনের এই বিশেষ দিনে আইফার মঞ্চে অসাধারণ এক ডান্স পারফরম্যান্স দেখিয়েছেন ক্যাটরিনাও। এছাড়াও এবার আইফায় সেরার শিরোপা যাদের কাছে গেছে রইল তার তালিকা সেরা সিনেমা- নিরজা সেরা অভিনেতা- শহীদ কাপুর (উড়তা পাঞ্জাব) সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব) সেরা সহ অভিনেতা- অনুপম খের (এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি) সেরা সহ অভিনেত্রী- শাবানা আজমি ( নিরজা) সেরা পরিচালক- অনিরুদ্ধ রায় চৌধুরী (পিঙ্ক) সেরা নবাগত অভিনেত্রী- দিশা পাটানি (এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি) সেরা নবাগত অভিনেতা)- দিলজিৎ দোসাঞ্জ সেরা কমেডিয়ান- বরুণ ধাওয়ান (ঢিশুম) সেরা গীতিকার- অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া- অ্যায় দিল হ্যায় মুশকিল) সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল) সেরা গায়ক- অমিত মিশ্র (অ্যায় দিল হ্যায় মুশকিল) সেরা গায়িকা- কনিকা কাপুর (উড়তা পাঞ্জাব) তুলসী কুমার (এয়ারলিফট) সেরা গল্প- কাপুর অ্যান্ড সনস সেরা স্টাইল আইকন- আলিয়া ভাট আইফা ওম্যান অব দ্য ইয়ার -তাপসী পান্নু সেরা ভিএফএক্স- রেড চিলিজ এন্টারপ্রাইজ এছাড়া টানা ২৫ বছর ভারতীয় সিনেমায় সঙ্গীতে অবদানের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন বিখ্যাত অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এআর/২২:২৫/১৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u1U9QQ
July 18, 2017 at 04:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন