ঢাকা, ২৫ জুলাই- জয়া আহসান একজন সফল অভিনেত্রী। রুপালী পর্দায় পর্দাপণের পর থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দেশের পাশাপাশি ওপার বাংলাতেও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন জয়া। নিজের চেহারা আর অভিনয় নিয়ে লাখ ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে জয়া আহসানকে নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। সোমবার (২৪ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৫ সালের জাতীয় চলচিত্র পুরস্কার জয়া আহসানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়া আহসানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে জয়াকে ধন্যবাদ জানাই সে একটা পুরস্কার পেয়েছে। কলকাতায় সেখানে না গিয়ে সে বাংলাদেশে থেকে গেল, আমি বলবো বিদেশে একটা পুরস্কার পাওয়া অনেক বড় কথা। কিন্তু দেশের প্রতি ভালোবাসা টান রয়েছে এটা সে প্রমাণ করলো। তাকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই। জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১১ সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vEZIUm
July 25, 2017 at 10:01PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন