দ. চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং

Captureইউরোপ ::

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বিস্তার ও জোরদার করছে বেইজিং। স্পার্টলি দ্বীপপুঞ্জে যুদ্ধবিমানের জন্য ঘাঁটি নির্মাণ করছে। পাশাপাশি রাডার স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র চৌকি বসানো হচ্ছে। এ সব চৌকির ছাদ জরুরি অবস্থায় সরিয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া নেয়া যাবে।

উপগ্রহ থেকে নেয়া ছবির ভিত্তিতে এ কথা জানিয়েছে এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ বা এমটিআই। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি আরো জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের দ্বীপ ফিয়ারি ক্রুস, মিসচিফ এবং সুবি রিফসেও নতুন ক্ষেপণাস্ত্র কেন্দ্র, রাডার এবং যোগাযোগ স্থাপনাসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সামরিক স্থাপনার পাশাপাশি দুই ধরণের কাজে ব্যবহারযোগ্য স্থাপনা নির্মাণের কাজও চলছে জোরেশোরে।

দক্ষিণ চীন সাগর নিয়ে যে সব দেশের সঙ্গে চীনের বিরোধ রয়েছে তাদের সাথে শান্তি বজায় রাখার অঙ্গীকারের কথা ঘোষণা করছে বেইজিং। এ সত্ত্বেও একই সঙ্গে গোটা দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিত জোরদার করছে বেইজিং। চীন ওই অঞ্চলে তার শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়েছে বলেও ধারণা করা হচ্ছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tAdOII

July 01, 2017 at 01:48PM
01 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top