নীতিশের ইস্তফা, দুর্নীতির লড়াইয়ে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ জুলাইঃ বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। আজ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

নীতিশ কুমারের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসার জন্য স্বাগত।’ বিজেপি-র তরফেও নীতিশ কুমারকে অভিনন্দন জানানো হয়েছে।

এদিন পদত্যাগের পর নীতিশ বলেন, ‘রাজ্যের স্বার্থেই পদত্যাগ করলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না।’ রাজনৈতিক মহলে দাবি উঠেছিল, তেজস্বীকে তিনি পদত্যাগ করতে বলেছিলেন। যদিও নীতিশ বলেন, ‘আমি কারও পদত্যাগ চাইনি। স্বচ্ছতা দাবি করেছিলাম। তবে তার কোনও জবাব পাইনি।’

প্রসঙ্গত, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বিভিন্ন মহল থেকে তেজস্বীর পদত্যাগের দাবি ওঠে। কিন্তু পদত্যাগে রাজি হননি তেজস্বী। এই সিদ্ধান্তকে নাকচ করে দেন লালু। নীতিশ কুমার তাঁকে পদত্যাগ করতে বলেননি বলে দাবিও করেন তেজস্বী। এরপর থেকে এবিষয় নিয়ে জেডিইউ-আরজেডি জোটের ভিত নড়বড়ে হতে থাকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tDNFFg

July 26, 2017 at 10:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top