ঢাকা, ২৭ জুলাই- বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর হছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবারের মত এবারেও অনুষ্ঠিত হবে জমজমাট এই আসর। এবার বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে আগামী নভেম্বরে। এবার আইকন (এ প্লাস ক্যাটাগরি) ক্রিকেটারদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। তারা চাইলে যেকোনো ফ্রাঞ্চাইজিতে যেতে পারবেন। পাশাপাশি আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়নি। তাদের পারিশ্রমিক নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে আলোচনার ভিত্তিতে। বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, এ প্লাস ক্যাটাগরির (আইকন) আট ক্রিকেটার খেলবেন আটটি দলে। তাদের পারিশ্রমিকও নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সাথে আলোচনার ভিত্তিতে। এর আগে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণে বিসিবি বৈষম্য সৃষ্টি করেছিল বলে অভিযোগ। সাকিব আল হাসানের সাথে অন্য আইকনদের পারিশ্রমিকে অনেক পার্থক্য ছিল। সাকিবের পারিশ্রমিক ছিল ৫৫ লাখ। আর মাশিরাফি মতুর্জা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের পারিশ্রমিক ছিল ৫০ লাখ। সাব্বির ও সৌম্যের পারিশ্রমিক ছিল ৪০ লাখ করে। এ নিয়ে তুমুল সমালোচনা হওয়ায় শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আইকনরা যেহেতু দরকষাকষি করেই ফ্রাঞ্চাইজিতে যাবে, সে হিসেবে তারাই পারিশ্রমিকের বিষয়টা আলোচনা করে নির্ধারণ করবেন। এ ব্যাপারে সব দায়িত্ব আইকন ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজির। বাকি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক আগের মতোই থাকবে এবং তাদের দায়-দায়িত্ব বিপিএল গভর্নিং কাউন্সিলের। আগের নিয়ম অনুযায়ী, এ ক্যাটাগরি ক্রিকেটারদের মূল্য ছিল ২৫ লাখ টাকা। বি ক্যাটাগরির পারিশ্রমিক ১৮ লাখ, সি ক্যাটাগরি ১২ লাখ এবং ডি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধার্য ছিল পাঁচ লাখ টাকা করে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tM2ytn
July 27, 2017 at 08:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top