ষোড়শ সংশোধনী নিয়ে সংসদে আলোচনা করায় আইনের কোনো ব্যত্যয় হয়নি-আইনমন্ত্রী।

সুরমা টাইমস ডেস্ক:

রাষ্ট্রের ভালোমন্দ সকল বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার স্বাধীনতা ও অধিকার সংসদ সদস্যদের (এমপি) রয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ষোড়শ সংশোধনী নিয়ে সংসদে আলোচনা করায় আইনের কোনো ব্যত্যয় হয়নি বলেও মন্তব্য তার।

আইনমন্ত্রী বুধবার (১২ জুলাই) দুপুরে সাভারে বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ভূমি রেজিস্ট্রার কর্মকর্তাদের দুই মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পর সংসদে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য। তাদের ওই বক্তব্য আক্রমণাত্মক ছিল বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়। এমন অবস্থায় গত মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বিচার বিভাগ নিয়ে জাতীয় সংসদে আলোচনা করার এখতিয়ার সংসদ সদস্যদের নেই।

মঙ্গলবারের গোলটেবিলের সঞ্চালক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ৫৩, ৬৩, ও ১৩৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সংসদে আলোচনা করা যাবে না। এই বিধি সংসদপ্রণীত একটি আইন। সংসদ সদস্যরা নিজরাই তাঁদের করা এই আইন মানেন না। এটা দুঃখজনক। শাহদীন মালিক বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের আলোচনার এখতিয়ার সংসদ সদস্যদের নেই। এটি নিয়ে আলোচনা করে তাঁরা নিজেরাই নিজেদের নিয়মকানুন ভঙ্গ করেছেন।

জাতীয় সংসদে মন্ত্রী ও সাংসদদের বক্তব্যের চলমান সমালোচনার সময়ে আইনমন্ত্রী এমন্তব্য করলেন।

আইনমন্ত্রী বলেন, সংসদীয় নিয়মনুযায়ী এমপিরা যেকোন গুরুত্বপুর্ণ বিষয় আলোচনা করতে পারেন। এটা তাদের অধিকারের মধ্যেই পড়ে। এতে আইনের কোন ব্যতয় ঘটে না। সেভাবেই এমপিরা বিচারক অপসারণের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

এদিকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহারের কারণে এ ধারা বাতিলের বিষয়ে মন্ত্রী বলেন, অপেক্ষা করুন এ ব্যাপারে আগামী আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2te2y0a

July 12, 2017 at 08:53PM
12 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top