মুম্বাই, ২৫ জুলাই- বলিউডের লিঙ্গবৈষম্যটা নাকি দিন দিন চোখে পড়ার মতো হয়ে উঠেছে। দিন দিন তা বেড়েই চলছে। আর তা নিয়েই নিজের আক্ষেপ প্রকাশ করলেন বলিউড তারকা আনুশকা শর্মা। সম্প্রতি একটি ভারতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে আনুশকা বলেন, বলিউডে অভিনেত্রীদের চেয়ে অভিনেতারাই বেশি গুরুত্ব পান। এমন মন্তব্যের কারণ হিসেবে আনুশকা বলেন, বলিউডে কোনো ছবি ফ্লপ হলে এর দায় অভিনেত্রীর ওপর থাকে। কিন্তু ছবি সাফল্য বয়ে আনলে যতটা বাহবা নায়ক বা অভিনেতাদের জন্য থাকে ততটা অভিনেত্রীদের জন্য থাকে না। এছাড়া নারীকেন্দ্রিক ছবিগুলোও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারে না। এজন্য তিনি দর্শকদের নায়কমুখী মনোভাবকেও বদলানো উচিত বলে মনে করেন। আনুশকা সম্প্রতি কাজ করছেন ইমতিয়াজ আলী পরিচালিত জাব হ্যারি মেট স্যাজেল ছবিতে। ছবিটিতে তার বিপরীতে আছেন বলিউড কিং শাহরুখ খান। এআর/২০:৩৫/২৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tGZ4bt
July 26, 2017 at 02:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top