মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্স থামিয়ে এমপি বদির সেলফি!
সেখানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এসময় জেলার নেতাকর্মীরা তাকে দেখতে যান। শুক্রবার অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যেতে বলেন ডাক্তাররা। কিন্তু অসুস্থ হামিদুল হক চৌধুরীকে অ্যাম্বুলেন্সে তোলা থামিয়ে এমপি বদি তখন সেলফি তোলেন।
তার তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। একজন মুমূর্ষু রোগীকে নিয়ে সেলফি তোলায় অনেকে একে তামাশা ও সস্তা জনপ্রিয়তার অপরাজনীতি বলছেন।
এ নিয়ে স্থানীয় যুবলীগ নেতা আবুল হোসেন আবু তার ফেসবুক পোস্টে এমপি বদির সেলফি পোস্ট দিয়ে লিখেছেন, মৃত্যুপথযাত্রী রোগী নিয়ে এমপি বদির সেলফি…!
হামিদুল হক চৌধুরী বর্তমানে তিনি ঢাকার গ্যাস্ট্রোলিভার (বিআরবি) হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তক্ষরণজনিত কারণে তাকে ভর্তি করা হয়। পরীক্ষার পর ধরা পড়েছে তিনি দীর্ঘদিন ধরে লিভার জন্ডিস রোগে ভুগছিলেন। এর সঙ্গে তার আরো কয়েকটি রোগ ধরা পড়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tbRO46
July 01, 2017 at 06:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.