ওয়াশিংটন, ০৪ জুলাই- বিশাল ভক্ত-কূল থাকাটা যেমন গর্বের এবং আনন্দের, তেমনি জ্বালাও কম না। কখন কোন ব্যাপার নিয়ে যে ভক্তরা বেঁকে বসেন বোঝা দায়! ডেভিড বেকহামের কথাই ধরুন, ইংল্যান্ডের এই সাবেক ফুটবলার নিজের মেয়ের ঠোটে চুমু খেয়ে পড়ে গেছেন ভক্ত-সমর্থকদের তোপের মুখে। সেই সমালোচনার তোপ এতোটাই জোরালো যে, বেকহাম নিজের একমাত্র মেয়ের ঠোটে চুমু খাওয়ার ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন। ফেসবুক লাইভে এসে বেকহাম ভক্ত-কূলের সমালোচনার তোপ থেকে বাঁচার জন্য বলেছেন, তিনি তার মেয়েকে খুবই ভালোবাসেন। নিজ সন্তানদের প্রতি তিনি খুবই অনুরক্ত, স্নেহশীল। তাই তিনি নিজের মেয়ের মেয়ের ঠোটে ওভাবে চুমু দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক বিচে বেড়াতে গিয়ে ৬ বছর বয়সী মেয়ে হারপার সেভেনকে অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরে ঠোটে চুমু খান। সেলফি তুলে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন ফেসবুকে। সাধারণত প্রেমিক বা স্বামীরা তাদের প্রেমিকা-বান্ধবী বা স্ত্রীদের ঠোটেই এভাবে চুমু খেয়ে থাকেন। ব্যস, ছবিটা দেখেই বেকহামের ভক্তকূল নানা রকম মন্তব্য করতে থাকেন। সামাজিক যোগাযোগের সব মাধ্যম মিলিয়ে বেকহামের ভক্ত-অনুসারির সংখ্যা ৩ কোটি ৮০ লাখ! কেউ কেউ এমন অভিযোগও করে বসেন, নিজের মেয়ের ঠোটে এভাবে চুমু খাওয়াটা অনুপযুক্ত, বেমানান, অসঙ্গত। একজন তো সরাসরি লিখেই বসেন, বেকহাম, নিজের মেয়ের ঠোটে এভাবে চুমু দেওয়া ঠিক নয়। সত্যি বলতে, মেয়ের ঠোটে আপনার চুমুর দৃশ্যটা কিছুটা রহস্যময়। বিলম্ব না করে বেকহাম ফেসবুক লাইভে এসে দিয়েছেন সেই চুমু খাওয়ার ব্যাখ্যা। বলেছেন, মেয়ের ঠোটে চুমু দেওয়া নিয়ে আমি সত্যিই কিছু সমালোচনা শুনতে পেয়েছি। আমি আমার সব সন্তানকেই চুমু দিই। এখন হয়তো ব্রুকলিনকে সেভাবে চুমু দিই না, কারণ তার বয়স এখন ১৮, শারীরিকভাবেই বেশ শক্ত-সামর্থ। তবে আমি আমার সন্তানদের প্রতি খুবই অনুরক্ত, স্নেহশীল। আমরা আমাদের সন্তানদের প্রতি ভালোবাসাটা দেখাতে চাই, তাদের সুরক্ষা দিতে চাই, তাদের দেখভাল করতে চাই, সর্বোপুরি তাদের সমর্থন দিয়ে যেতে চাই। কারণ আমরা তাদের খুবই স্নেহ করি। বেকহাম ব্যাখ্যা দিয়েছেন বটে। তবে যুক্তরাষ্ট্রের এক চিকিৎসকেএর আগে বেশ ক্রুদ্ধ স্বরে বাবা-মাকে সন্তানদের ঠোটে চুমু খাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিশু বিষয়ক মনোবিদ সন্তানদের ঠোটে বাবা-মার এভাবে চুমু খাওয়া সঙ্গত নয় জানিয়ে বলেন, আপনি যদি সন্তানদের ঠোটে চুমু খাওয়া শুরু করেন, কখন কোন পর্যায়ে গিয়ে তা বন্ধ করবেন? আসলে এটা খুবই বিভ্রান্তিকর। বেকহাম তো বটেই; বিশ্বজুড়ে অন্য বাবারাও নিশ্চয় ভবিষ্যতে নিজের মেয়ের ঠোটে চুমু দেওয়ার বিষয়ে সাবধানী হবেন। আর/১৭:১৪/০৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sIdW4h
July 04, 2017 at 11:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top