আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির বিয়ের অনুষ্ঠানটি তার ভক্তদের কাছে চিহ্নিত হয়েছে উইডিং অব দ্য সেঞ্চুরি হিসেবেই। রোজারিও শহরের সিটি সেন্টারে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ফুটবলরের রাজপুত্রের আলোচিত বিয়ে। আনুষ্ঠানিকতার শুরুতেই এ শহরের আরেক নক্ষত্র দুনিয়া কাঁপানো বিপ্লবী চে গুয়েভারাকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে মেসির শৈশবের বান্ধবী ও নয় বছরের ঘরনী আন্তোনেল্লা রোকুজ্জো সেজেছিলেন কনের পোশকে। যে পোশাক আনা হয় বার্সেলোনা থেকে। তৈরি করেন স্প্যানিশ ডিজাইনার রোসা ক্লারা। এর আগে চলচ্চিত্র অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, সোফিয়া ভারগারা, এমনকি স্পেনের রানি লেতিজিয়ার বিয়ের পোশাকও তৈরি করেছিলেন ক্লারা। ইউরোপের বাছাই। ২০ হেয়ার ড্রেসার পাত্রীর চুলের সৌন্দর্যে ছিলেন নিবেদিত। অতিথিদেরও হেয়ার স্টাইলেও তারা সাহায্য করেছেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে রোজারিওতে হাজির হয়েছিলেন মেসির নতুন পুরোনো সব বন্ধু-বান্ধব। সেস ফ্যাব্রিগাস, বুসকেটস, জর্ডি আলবা, ইতো, জাভি, পুয়োলরা আগেই পৌঁছেছিলেন তাদের ঘরণীসহ। বার্সোলায় তার প্রাণের বন্ধু নেইমার-সুয়ারেজরাও তো এই তালিকায় ছিলেনই। ছিলেন পুরো বার্সেলোনা স্কোয়াড। সব মিলে ২৬০ জন আমন্ত্রিত অতিথি ও ১৫০ জন সাংবাদিক দাওয়াত পেয়েছেন মেসির বিয়েতে। তবে সংবাদকর্মীদের অতিথিদের কাছাকাছি যাওয়া ছিল নিষেধ। ক্লারিনএর খবর অনুযায়ী বর্তমান কোন কোচকেই দাওয়াত দেননি মেসি, এমনকি তার সাবেক গুরু পেপ গার্দিওলাকেও না। স্থানীয় পত্রিকার খবর অনুযায়ী কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনাকেও আমন্ত্রণ জানানো হয়নি অনুষ্ঠানে। এই তালিকায় ছিলেন না হালের আরেক বড় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। এতে অবশ্য এতটুকু কমতি ছিলনা উৎসবের। গান গেয়ে অনুষ্ঠান মাতানোর দায়িত্ব ছিল সার্জিও আগুয়েরোর স্ত্রী কারিনার উপর। এছাড়া ছিল স্থানীয় পপ ব্যান্ড রম্বাই অ্যান্ড মারামা। শাকিরাও অতিথিদের মাতিয়েছেন কিনা সেটা অবশ্য গোপন ছিল। গতকাল রাত দশটায় সিটি সেনটর ক্যাসিনোতে হাজির হওয়ার কথা ছিল আমন্ত্রীত অতিথিদের। খাবারের মেন্যুতে ছিল স্থানীয় সুস্বাদু লোক্রো স্টু, এম্পানাদা প্যাস্তি ও আর্জেন্টাইন গরুর রোস্ট। অতিথিদের বিনোদনের জন্য প্রায় বস ব্যাবস্থাই ছিল উন্মুক্ত। এই তালিকায় করেছে ক্যাসিনো, বোলিং, গ্রাস টেনিস কোর্ট, ইনডোর ও আউটডোর সুইমিংপুল, সাথে অসংখ্য বার ও রেস্টুরেন্ট তো আছেই। সবচেয়ে বড় দুর্ভাবনার বিষয় ছিল নগরের নিরাপত্তা। রোজারিওর এই এলাকাটা স্থানীয় এক মাফিয়া চক্রের কারনে বেশ নিরাপত্তাহীন। এই বিষয়টা দেখভাল করেছে মেসির সব ধরণের প্রমোদভ্রমণের নিরাপত্তায় থাকা ইসরায়েলের বিশেষজ্ঞ নিরাপত্তা বাহিনী। এক দশক আগে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে জড়ান বন্ধু অ্যান্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে। তবে একই শহর রোজারিওর বাসিন্দা রোকুজ্জোকে চিনতেন সেই পাঁচ বছর বয়স থেকে। একান্ত এক সাক্ষাৎকারে একবার মেসি বলেছিলেন, বহু আগে থেকে ভালো লাগলেও, রোকুজ্জোকে মনের কথা বলতে পারেননি ভয়ে! যার ভয়ে থর থর করে কাঁপে গোটা ফুটবল দুনিয়া, সেই মেসিরও কি-না ভয়! তবে সেগুলোকে জয় করে তাঁদের ঘর আলো করে আছে দুটি পুত্রসন্তান- থিয়াগোর বয়স পাঁচ। আরেকজন ম্যাতিও, তার বয়স দুই। মেসির বিয়েতে মধ্যমনি থাকবে এরাই। এতদিন ধরে কেবল আনুষ্ঠানিক বিয়েটাই ছিল বাকি। এবার সম্পন্ন হলো সেটাও। আর/০৭:১৪/০১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tu7m5y
July 01, 2017 at 02:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top