লন্ডন, ২৩ জুলাই- ইতিহাসের সন্ধিক্ষণে মিতালি অ্যান্ড কোং৷ রবিবার লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে হারালে প্রথমবারের জন্য বিশ্বসেরার মুকুট জিতবে ভারতের প্রমিলা ব্রিগড৷ আর মেগা ফাইনাল জিতলে ভারতের সেই জয় ২০১১ বিশ্বকাপ জয়ের আনন্দকেও ছাপিয়ে যাবে বলে জানালেন গৌতম গম্ভীর৷ মহেন্দ্র সিংহ ধোনির বিশ্বকাপ জয়ী দলের ম্যাচ উইনারের মতে, ইতিহাসের দোড়গোড়ায় দাঁড়িয়ে ভারতীয় মহিলা দল৷ শেষ হার্ডেলটা পোরোলেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি৷ ইংল্যান্ডের মাটি থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিরলে ২০১১ সালে পুরুষ দলের বিশ্বকাপ জয়কেও ছাপিয়ে যাবে মান্ধানারা। ছবছর আগে আমরা ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতছিলাম৷সেবার আমরাই ছিলাম টুর্নামেন্ট ফেভারিট৷ কিন্তু ভারতের মহিলা দল ইংল্যান্ডের প্রতিকূল পরিবেশে নিজেদের পরীক্ষা দিয়েছে৷তাই ওদের জয়ের কৃতিত্বটাই আলাদা উল্লেখ্য চলতি বছরে ইংল্যান্ডে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল পর্বের ম্যাচ হেরে বসে ভারতীয় পুরুষ দল৷ গোটা টুর্নামেন্ট ধারবাহিকতা দেখালেও ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ করে বিরাট অ্যান্ড কোং৷ ধোনি-যুবিদের ভুলের রিপিট করতে চাইছে না মিতালি-মান্ধানারা৷ শেষবার ২০০৫ সালে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে ভারতের মহিলা দলকে হারতে হয়েছিল৷ তাই ফাইনালে হরমনপ্রীত কউর একতা বিস্তদের ভাল পারফরম্যান্সে ভর করে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাইছেন ভারত অধিনায়ক। আর/১২:১৪/২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2umDrdC
July 23, 2017 at 06:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top