মুম্বাই, ২৯ জুলাই- ভারতের দুই জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভারের বিতর্কের কথা সবারই জানা। সেই ঘটনার কারণেই কপিল শর্মা শো ছেড়ে চলে গিয়েছিলেন অনেক অভিনেতাই। এবার দ্য কপিল শর্মা শো ছাড়লেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। সূত্রের খবর, দ্যা কপিল শর্মা শো-এর অনেক আগেই ভারতী সিং সই করেছিলেন আর এক কমেডি রিয়্যালিটি শো কমেডি দঙ্গলে। এবার সেই রিয়্যালিটি শো-টি অন এয়ার হতে চলেছে। আর তাতেই দেখা যাবে ভারতীকে। এই প্রসঙ্গে ভারতী সিং বললেন, যত দিন না আমার অন্য কমেডি শো কমেডি দঙ্গল অন এয়ার হয়নি, ততদিন দ্য কপিল শর্মা শোয়ে ছিলাম। আমার কাছে প্রথমে কমেডি দঙ্গলের প্রস্তাব আসে। আমি সইও করি। তারপর কপিল শর্মা শোয়ের জন্য সই করি। তাই দেখতে গেলে আসলে আমি কপিল শর্মা শো ছেড়ে চলে যাচ্ছি না। যদি কমেডি দঙ্গলের জন্য সই না করতাম, তাহলে কপিল শর্মা শোতেই থাকতাম। প্রসঙ্গত খুব শীঘ্রই আসছে ভারতী সিংয়ের নতুন কমেডি শো কমেডি দঙ্গল। সেখানে বিচারকের ভূমিকায় নতুন রূপে দেখা যাবে ভারতী সিংকে। শুধু তিনিই নন, তার সঙ্গে থাকবেন বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনু মালিক। এমএ/ ১০:৩৪/ ২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hbU5tD
July 30, 2017 at 04:35AM
29 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top