গোটা যুক্তরাষ্ট্র উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায়: কিম

Captureইউরোপ ::আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পিয়ংইয়ং নিশ্চিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে এখন উত্তর কোরিয়া হামলা করতে সক্ষম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও একই দাবি করেছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এমন দাবি করা হয়েছে। খবর এনডিটিভির।

কিম বলেন, শুকবার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে উত্তর কোরিয়া যে হামলা চালাতে পারবে তার সক্ষমতা প্রদর্শন করে। তিনি গর্বের সঙ্গে দাবি করেন, পরীক্ষাটির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড এখন আমাদের ক্ষেপণাস্ত্রের পরীসীমার মধ্যেই রয়েছে।

প্রথম আইসিবিএম পরীক্ষা চালানোর দু’সপ্তাহের মাথায় উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের মন্তব্য এলো। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে দাবি করে এর সঙ্গে সম্পৃক্ত সবার প্রশংসা করেন কিম।

এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঝুঁকিপূর্ণ ও বিদজ্জনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এও দাবি করেন যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়াকে এক ঘরে করে দেবে। তাছাড়া দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেবে এবং দেশটির জনগণকে অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করবে।

শুক্রবার উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের উপকূল থেকে ২০০ মাইল দূরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) আঘাত হানে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2eWpqQl

July 29, 2017 at 01:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top