ঢাকা, ২৮ জুলাই- গত ২০১৫ বিশ্বকাপের পর থেকে যেন রাতারাতি পাল্টে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের পর দেশের মাটিতে পরাশক্তি ভারত, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে ওয়ানডে সিরিজে পরাজিত করে সকলকে তাক লাগিয়ে দেয় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন টাইগার বাহিনী। এরপর থেক প্রতিনিয়তই বদলে যাওয়া এক বাংলাদেশকে প্রত্যক্ষ করে আসছে ক্রিকেট বিশ্ব। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পা রেখে আবারো নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে লাল সবুজের দল। এই পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী ২০১৯ বিশ্বকাপেও ভালো কিছু হবে বলে প্রত্যাশা করছেন দেশের ক্রিকেট প্রেমী এবং বোদ্ধারা। তবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখনই এসব নিয়ে কিছু বলতে নারাজ। ভালো খেলতে হলে ভাগ্যেরও সহায়তা প্রয়োজন বলে মনে করেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ম্যাশ। লাল সবুজের দলপতি বলছিলেন, বিশ্বকাপ এমন একটা জায়গা, এখানে কোন কিছু আগে থেকে বলা যায় না। এখানে প্রথম যেটা লাগে সেটা হলো ভাগ্য। ভাগ্য ছাড়া বিশ্বকাপ জেতা সম্ভব না। ভালো ক্রিকেট অনেক দলই খেলে, কিন্তু বিশ্বকাপ জিততে পারে না। আমি মনে করি, ভাগ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তাই কতো দূর যাবে এটা বলা যাচ্ছে না। সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিলেও মাশরাফি জানান বিশ্বকাপে তাঁদের লক্ষ্য থাকবে অন্তত দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যাওয়া। আর সেই লক্ষ্যে পৌঁছাতে পারলে তবেই পরবর্তী রাউন্ডের কথা চিন্তা করবেন। টাইগার দলপতির ভাষায়, আমাদের অবশ্যই দ্বিতীয় রাউন্ড পর্যন্ত চেষ্টা করতে হবে। এ কারণে বললাম, কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে জেতা না জেতা নির্ভর করে নির্ধারিত দিনে কে কেমন খেলছে তার উপর। তবে সব সময়ই লক্ষ্য হওয়া উচিত, আমি যেনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারি। তারপর অন্য কিছু। দেশের ক্রিকেটের প্রাণভোমরা এবং নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির অধীনেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিরর সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে টাইগাররা। এই দুই টুর্নামেন্টের কোনটিকে এগিয়ে রাখতে চান এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমি বলবো দুটোই। ২০১৫ সালের কোয়ার্টার ফাইনাল আমাদের জন্য অনেক আনন্দের ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে আটটি দল খেলেছে, হয়তোবা সেরা আটটা-সেখানে সেমি ফাইনাল, এটাও আমার কাছে অন্যরকম আনন্দের। আমার কাছে আসলে ভাগাভাগি করার সুযোগ নেই। এমএ/ ০৭:১৫/ ২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uDE7x7
July 28, 2017 at 01:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top