লস অ্যাঞ্জেলেস, ২১ জুলাই- জনপ্রিয় ব্যান্ডদল লিনকিন পার্কের গায়ক চেস্টার বেনিংটনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় তার নিজ বাসা থেকে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনার পর চেস্টার বেনিংটনের স্ত্রী ট্যালিন্ডা বেনিংটন চেস্টারের আত্মহত্যার জন্য নিজেকে দায়ী বলে স্বীকার করে টুইট করেছেন। ট্যালিন্ডাএ এই টুইটের পরেই চলে আসে চাঞ্চলুকর এক তথ্য। তার এমন টুইটের পরেই জানা যায়, লিনকিন পার্ক ব্যান্ডেরই আরেক সদস্য মাইক শিনোডার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল। এমনকি চেস্টারের চেয়ে মাইককে বেশি যোগ্য বলেও উল্লেখ করেন তিনি। তবে পোস্টগুলো করার এক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেওয়া হয়। এ কারণে অনেকেই ধারণা করছেন হ্যাকিংয়ের শিকার হয়েছিল ট্যালিন্ডার টুইটার অ্যাকাউন্টটি। টুইটারে মোট সাতটি পোস্ট করেন ট্যালিন্ডা। সেই সমস্ত টুইটারে ট্যালিন্ডা জানান, আমার মনে হচ্ছে এখন এটা প্রকাশ করা উচিত। আমি মাইক শিনোডার সঙ্গে সম্পর্ক করে চেস্টারকে ধোঁকা দিচ্ছিলাম। আমার দৃষ্টিতে মাইক বেশি যোগ্য। আত্মহত্যার জন্য আমিই তাকে প্রণোদনা দেই। আমি বলেছিলাম এটা করলে কারো যায়-আসে না। ট্যালিন্ডা আরো লেখেন, আমি তাকে কখনোই ভালোবাসিনি এবং আমি হ্যাকারদের শিকারও নই। বলতে খারাপ লাগছে, আমি তার অর্থকে ভালোবাসতাম। আর/১০:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vJ4krS
July 22, 2017 at 05:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top