ফিরে আসতে চলেছে পাশ ফেল প্রথা

কলকাতা, ২২ জুলাইঃ ফের পাশ-ফেল ফেরানোর ভাবনা কেন্দ্রের। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর। এই নিয়ে আসতে চলেছে নয়া বিল।

এদিন তিনি জানান, অভিন্ন মেডিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও ভাবনা রয়েছে।

আগামী বছর থেকে নিট এর মূল ইংরাজি প্রশ্নপত্রেরই অনুবাদ থাকবে বিভিন্ন ভাষায়। প্রসঙ্গত, চলতি বছর নিট-এ বাংলায় প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগে রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে জানিয়েছিল প্রতিবাদ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tp4ynd

July 22, 2017 at 06:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top