টরন্টো, ০২ জুলাই- কানাডা ফেডারেশনের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে তিন দিনব্যাপী মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বহু সংস্কৃতির কানাডার বিভিন্ন জাতি ও ভাষার মানুষের অভিজ্ঞতা ও অনুভূতির প্রতিফলন করে মোট ১৩টি ভাষার ২৮টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হয়েছে। ২ জুলাই বিকেলে প্রদশর্শিত হয়েছে ড্রিম মেকিং প্রডাকশন এর প্রোযোজনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সন্তান শাহারিয়ার চয়নের চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গন্তব্যহীন। এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে স্কারবরোর ১৫৭১ স্যান্ডহার্স্ট সার্কেল এর উডসাইড সিনেমা হলে। উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল ওয়াদুদ হেলালের প্রামাণ্য চলচ্চিত্র ঝলমলিয়া ও রুবায়েত হোসেনের কাহিনী চলচ্চিত্র আন্ডার কন্সট্রাকশন প্রদর্শিত হয়। দ্বিতীয় দিনে বিভিন্ন সংস্কৃতির চলচ্চিত্র প্রদর্শিত হয় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দক্ষিণ ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আগত প্রখ্যাত ধ্রুপদী সংগীত শিল্পী দাদা তপন কান্তি বৈদ্য। শেষ দিন বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। অরুণা হায়দার ও তাঁর নৃত্য দলের বহুজাতিক নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে গত ৩০শে জুন শুরু হওয়া মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের কার্যক্রম। দ্বিতীয় ও তৃতীয় দিনে এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছ ৩ হাজার ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে। তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব সবার জন্য উন্মুক্ত ছিল। গন্তব্যহীন চলচিত্রের নির্মাতা শাহারিয়ার চয়ন বলেন, উত্তরবঙ্গে নির্মিত চলচ্চিত্র কানাডাই প্রদর্শন হচ্ছে। উত্তরবঙ্গ চলচ্চিত্র বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আরো ভালো চলচ্চিত্র বানাতে চাই যেন দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মনোনিত হয়ে সুনাম অর্জন করতে পারি। আর/১২:১৪/০৩ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uz2aKA
July 03, 2017 at 06:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন