ধূপগুড়ি, ১২ জুলাইঃ বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রান্ত হল পুলিশ ও সিভিক কর্মী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের বুধবাজার হাটে অভিযান চালায় ধূপগুড়ি থানার পুলিশ ও সিভিক কর্মীরা। ঘটনাস্থল থেকে বেশকিছু মদ বাজেয়াপ্ত করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেআইনি মদ ব্যবসায়ীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা মদ ব্যাগে করে নিয়ে আসছিল পুলিশ ও সিভিক কর্মীরা। সেইসময় অতর্কিতভাবে তাদের পেছন থেকে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। বেশকিছু পুলিশ ও সিভিক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ ও সিভিক কর্মী আহত হন। আহতদের ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসেন তাদের সহকর্মীরা। ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন কৌশিক রায় নামে এক সিভিক কর্মী। তাঁকে জলপাইগুড়িতে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত জানান, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ueNmE0
July 12, 2017 at 09:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন