অভিনেত্রী ধর্ষণ: চার দিনের রিমান্ডে ইভান

Captureঢাকা::

রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি বাহাউদ্দিন ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে ইভানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।

এতে বলা হয়, ধর্ষণ ঘটনার সঙ্গে এ আসামির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব।

বাহাউদ্দিন ইভান ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ধর্ষণের কথা স্বীকার করেছেন।

জন্মদিনের দাওয়াতের কথা বলে গত মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বাহাউদ্দিনের বিরুদ্ধে বুধবার বনানী থানায় মামলা করেন এক তরুণী অভিনেত্রী।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sUeXGj

July 07, 2017 at 05:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top