কার্সিয়াংয়ে রাজরাজেশ্বরী বেঙ্গলি হিন্দু হল পুড়িয়ে দিল মোর্চা

দার্জিলিং ব্যুরো, ১৯ জুলাইঃ গোর্খাল্যান্ডের দাবিতে এবার কার্সিয়াংয়ের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী হল পুড়িয়ে দিল মোর্চা সমর্থকরা। অভিযোগ, বুধবার রাতে কেরোসিন-পেট্রল ঢেলে কার্সিয়াংয়ের রাজরাজেশ্বরী বেঙ্গলি হিন্দু হলে আগুন ধরিয়ে দেওা হয়। এতদিন পাহাড়ের আন্দোলনে শুধু সরকারি সম্পত্তি বা তৃণমূল নেতাদের বাড়ি পোড়ানো হলেও এই প্রথম বাঙালি হিন্দুদের কোনও সংগঠন বা প্রতিষ্ঠানের উপর আঘাত হানল মোর্চা সমর্থকরা। ফলে পাহাড়ের আন্দোলন কোনদিকে মোড় নিতে চলেছে তা নিয়ে বড়োসড়ো সংশয় দেখা দিচ্ছে।

বুধবার মাঝরাতে কার্সিয়াংয়ে টয় ট্রেনের স্টেশন থেকে ১০-১৫ মিটার দূরে রাজরাজেশ্বরী হলে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে কার্সিয়াংয়ে। গোর্খাল্যান্ডের আন্দোলনে মোর্চার শরিক দলগুলিও এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ। গোর্খাল্যান্ডের আন্দোলেনে জাতিবিদ্বেষের রং লাগায় ক্ষোভ জানাচ্ছে তারা। পাহাড়ের বাঙালিদের মতোই নেপালিভাষী সংস্কৃতিমনস্ক মানুষও এই ঘটনায় বিরক্ত। তারা পাহাড়ের ঐতিহ্যবাহী নিদর্শনগুলি আন্দোলনের নামে ধ্বংস করায় ক্ষোভ জানিয়েছেন।

ছবিঃ কার্সিয়াংয়ের রাজরাজেশ্বরী হল। ফাইলচিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vAjXl9

July 19, 2017 at 10:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top