রাজগঞ্জ, ২ জুলাইঃ শনিবার রাতে গাছ কেটে পাচারের পথে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বেলাকোবা রেঞ্জ অফিসের কর্মীরা। উদ্ধার করা হয়েছে প্রচুর শাল কাঠ। বাজেয়াপ্ত করা হয়েছে কাঠ পাচারের কাজে ব্যবহৃত একটি মালবাহী গাড়ি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলদিবাড়ির বাসিন্দা। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, বৈকুন্ঠপুর ডিভিশনের জঙ্গলের বিভিন্ন স্থান থেকে মাঝেমধ্যে শাল গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই নজরদারি বাড়ানো হয়। শনিবার গভীর রাতে শাল কাঠ পাচার করার সময় গজোলডোবা এলাকা থেকে চার জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে সঞ্জয়বাবু জানিয়েছেন। তিনি বলেন, ধৃতরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন জঙ্গলের কাঠ পাচার করে বলে স্বীকার করেছে। তাদের জেরা করে কাঠ পাচারের তিনজন মূল পান্ডার নাম জানা গেছে। ওই পান্ডাদের গ্রেফতারের জন্য আদালতের কাছে ওয়ারেন্টের আবেদন করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tDVmiz
July 02, 2017 at 12:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন