বন্‌ধে রায়গঞ্জে বাস ভাঙচুর

 

ইসলামপুর ও চোপড়া, ৯ জুলাইঃ রবিবার বিজেপি-র ডাকা ১২ ঘণ্টার উত্তর দিনাজপুর বন্‌ধে রায়গঞ্জের কসবা এলাকায় দুটি সরকারি বাসে ভাঙচুর করা হল। অভিযোগ, বিজেপি-র কর্মী-সমর্থকরাই এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ অবশ্য কাউকে গ্রেফতার করেনি। এই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল ১০টা পর্যন্ত জেলায় আর কোনো অশান্তির খবর নেই। তবে. শনিবারের গোলমালের জেরে এদিনও চোপড়ার পরিবেশ থমথমে। বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে।

শনিবার বিকেলে চোপড়ার মাঝিসালি এলাকায় বিজেপি-র সভায় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এক বিজেপি নেতার মৃত্যু হয় ঘটনাস্থলেই. বিজেপি-র অভিযোগ, তাঁদের আরো কয়েকজন বোমা ও গুলিতে জখম হয়েছে। আহত তিনজনকে তৃণমূল কর্মীরা তুলে নিয়ে গিয়েছে। তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তৃণমূলের পালটা অভিযোগ, বিজেপি-র সভা থেকেই হামলা চালানো হয়। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিন সকাল থেকে বন্‌ধ ও বৃষ্টির কারণে রাস্তায় লোকজন খুবই কম ছিল। কিছু দোকানপাচ খুললেও গাড়ি চলাচল ছিল কম। ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় অবরোধ করে বন্‌ধ সমর্থকরা।

ছবিঃ ভাঙচুর হওয়া সরকারি বাস।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uE76io

July 09, 2017 at 11:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top