নয়াদিল্লী, ১৪ জুলাই- ২০১৯ বিশকাপের ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি-যুবরাজ সিংয়ের জায়গা কি নিশ্চিত? ধোনি ও যুবরাজ দুজনেই খেলার ব্যাপারে অনেকটাই আশাবাদী। এমনকী তাদের পিছনে সমর্থনও রয়েছে বিরাট কোহলির। কিন্তু রাহুল দ্রাবিড় বিদেশ সফরে ভারতীয় দলের ব্যাটিং কনসালট্যান্ট হওয়ার পরই সমস্ত ছক পাল্টে গেছে। কারণ সম্প্রতি যুবরাজের খারাপ ফর্মের পরিপ্রেক্ষিতে তাকে এখনই বসিয়ে ঋষভ পন্থকে খেলানোর দাবি তুলেছিলেন রাহুল দ্রাবিড়। আর তাই যুবির বিশ্বকাপে খেলা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। উল্টোদিকে ধোনিও আর ফিনিশার রোল প্লে করতে পারছেন না। তাই তাকে নিয়েও কতটা আগ্রহ দেখাবেন দ্রাবিড়, শাস্ত্রীরা তা নিয়েও সংশয় থাকছে। যদিও কোহলির প্রবল সমর্থন আছে ধোনির পিছনে। কোহলি ২০১৯ পর্যন্ত অধিনায়ক থাকলে হয়ত ধোনির ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। কিন্তু যুবরাজকে তিনি দলে রাখতে পারবেন কি না তা নিশ্চিত নয়। রবি শাস্ত্রীও তাই জানিয়ে দিয়েছেন এখনই তিনি যুবি-ধোনিকে নিয়ে কিছু বলতে চান না। সময় এলে বলবেন। রবিও ঠিক বুঝে উঠতে পারছেন না তার একার খবরদারি দলে থাকবে কি না। সবকিছু মিলিয়ে যুবরাজ এবং ধোনি তাদের ক্যারিয়ার নিয়ে চরম সঙ্কটের মধ্যে আছেন। দুইজনই এটা তাদের শেষ বিশ্বকাপ বলে ধরে নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তারা সেই সম্মান পাবেন তো?



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tQ1OSd
July 14, 2017 at 10:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top