ঢাকা, ২৪ জুলাই- নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ১৯ জুলাই। সপ্তাহ না গড়াতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে ঘোষিত হলো এ নির্মাতার নাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-এ অনিল বাগচীর একদিন সিনেমার জন্য সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন হুমায়ূন আহমেদ। পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেছেন প্রয়াত লেখকের স্ত্রী অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। ওই সময় আরো উপস্থিত ছিল হুমায়ূন-শাওনের দুই পুত্র নিষাদ ও নিনিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার বিকেলে সাড়ে ৪টায় বসেছে এ আসর। এবার ২৫টি বিভাগে পুরস্কার প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন- আজীবন সম্মাননায় চিত্রনায়িকা শাবানা ও সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমান। বাপজানের বায়োস্কাপ ও অনিল বাগচীর একদিন যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, মো. রিয়াজুল মওলা রিজু এবং মোরশেদুল ইসলাম যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, প্রধান চরিত্রে শাকিব খান ও মাহফুজ আহমেদ যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা ও জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করছেন। এ ছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা গাজী রাকায়েত ও শ্রেষ্ঠ অভিনেত্রী তমা মির্জা, খল চরিত্রে শ্রেষ্ঠ ইরেশ যাকের, শ্রেষ্ঠ শিশুশিল্পী যারা যারিব পুরস্কার পাচ্ছেন। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রমিয়া রহমান, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সানী জুবায়ের, শ্রেষ্ঠ গায়ক যুগ্মভাবে সুবীর নন্দী ও এস আই টুটুল, শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াংকা গোপ, শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম, শ্রেষ্ঠ সুরকার এস আই টুটুল, শ্রেষ্ঠ কাহিনীকার মাসুম রেজা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যুগ্মভাবে মাসুম রেজা ও মো. রিয়াজুল মওলা রিজু, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হুমায়ুন আহমেদ, শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক সামুরাই মারুফ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা মুসকান সুমাইয়া, শ্রেষ্ঠ মেক-আপম্যান হিসেবে শফিক। আর/১৭:১৪/২৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vAZddM
July 25, 2017 at 12:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন