মুম্বাই, ০৬ জুলাই- অজয় দেবগণ ও কাজল ১৯৯৫ সালের হলচল ছবিতে অভিনয় করার সময়েই তাঁদের প্রেমপর্বের শুরু। কিন্তু, তখন কাজলের সম্পর্ক ছিল অন্য কারোর সঙ্গে। এবং অজয়ের কাছ থেকে টিপস নিতেন কাজল। সেই টিপস-ই যে একদিন নিজেদের জীবনে কাজে লেগে যাবে, তা কাজল ভাবেইনি। ১৯৯৯ সালে বিয়ে পর্বটা সেরেই ফেলেন দুজনে। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন গুরু ছবিতে অভিনয়ের সময়েই দুজনের মধ্যে স্পার্ক লক্ষ্য করেছিলেন ভারতবাসী। এবং অভিষেক তাঁর অনস্ক্রিন স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন টরোন্টোয়, ছবির গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠানে। ২০০৭ সালে, বিশাল আয়োজনের মধ্যে চার হাত এক হয় তাঁদের। অক্ষয় কুমার ও টুইঙ্কেল খন্না আগে থেকেই ভাল লাগত টুইঙ্কেল, জানিয়েছেন অক্ষয়। কিন্তু ইন্টারন্যাশনাল খিলাড়ি ছবির শ্যুটিঙের সময়েই প্রেম হয় দুজনের মধ্যে। পরবর্তীকালে বিয়েও হয়। তারপরে কেটে গিয়েছে দীর্ঘ ১৭ বছরের সুখী দাম্পত্য জীবন। রণবীর সিংহ ও দিপীকা পাডুকোন এক রণবীরের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরেই তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অন্য এক রণবীরের সঙ্গে। গোলিওয়া কা রাসলীলা রাম-লীলা ছবিতে অভিনয় করার সময় থেকেই দুজনের মধ্যে সম্পর্কের শুরু। তারপরে বাজিরাও মস্তানিতেও তাঁদের এক সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। রণবীর কপূর ও ক্যাটরিনা কাইফ এ যাবৎ মোট তিনটি ছবিতে এক সঙ্গে দেখা গিয়েছে এই দুজনকে। ২০০৯ সালের অজব প্রেম কি গজব কহানি ছবি দিয়ে শুরু হয় তাঁদের সম্পর্ক। বর্তমানে তাঁরা কাপ্ল না হলেও, তাঁদের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি জগ্গা জাসুস-এর ট্রেলার লঞ্চ হয়ে গিয়েছে। রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা ২০০৩ সালের ছবি তুঝে মেরি কসম ছবিতে কাজ করতে গিয়ে প্রথম সিনেই রিতেশের গালে থাপ্পর কষিয়েছিলেন জেনেলিয়া। তারপরে বন্ধুত্ব, এবং প্রায় ৯ বছরের প্রেম। ২০১২ সালে তাঁদের বিয়ের পরে কেটে গিয়েছে অনেকগুলি বছর। এআর/১৯:৫০/০৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tu2VWe
July 07, 2017 at 01:50AM
06 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top