মুম্বাই, ২৭ জুলাই- বিভিন্ন সময়ে সেনার পাশে দাঁড়ান তিনি। এক সময় মনে করা হত এ বোধহয় সিনেমার প্রমোশনের খাতিরে। কিন্তু ক্রমে তিনি প্রমাণ করেছেন, তা নয়। সত্যিই সেনাদের সাহায্যের জন্য উদারহস্ত তিনি। এবার সেনাদের জন্য ভাবনায় প্রায় বৈপ্লবিক প্রস্তাব দিলেন অক্ষয় কুমার। তাঁর আরজি, এবার প্রত্যেক নাগরিক ১ শতাংশ কর দিক সেনাদের জন্য। মুম্বইয়ের এক অনুষ্ঠানে প্রশাসন ও দেশবাসীর কাছে এই প্রস্তাব রাখেন অক্ষয়। সামনেই তাঁর নতুন ছবি টয়লেট এক প্রেম কথার মুক্তি। যে ছবির বিষয়বস্তু স্বচ্ছ ভারত। এ প্রসঙ্গে বলতে গিয়েই অক্ষয় জানান, স্বচ্ছ ভারত গড়ার লক্ষে প্রত্যেক দেশবাসীই ০.৫ শতাংশ সেস দেন। কেননা সরকারই তা নির্ধারিত করেছে। সরকারের কাছে তাঁর তাই আরজি, এবার দেশের সেনার জন্যও ০.৫ শতাংশ বা ১ শতাংশ কর ধার্য করুক কেন্দ্র। তাহলে আর কোনও সময় অর্থাভাবে পড়তে হবে না দেশের প্রতিরক্ষাকে। বাজেট বরাদ্দের পাশাপাশি এই অর্থেই আরও বিধ্বংসী অস্ত্র কেনা যেতে পারে। যাতে ভারতীয় সেনা বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী বাহিনী হয়ে উঠতে পারে। অনেককেই এখন সেনাদের দিকে সাহায্যের হাত বাড়াতে দেখা যায়। নিহত জওয়ানদের অর্থসাহায্য কেউ প্রকাশ্যে করেন, কেউবা গোপনে। কিন্তু সে বিক্ষিপ্ত নমুনামাত্র। এছাড়া সাধারণ নাগরিক যদি সেনার পাশে দাঁড়াতেও চান, তবে কী উপায়ে সেনার কাছে পৌঁছবেন তা অনেকেই জানেন না। অক্ষয়ের তাই প্রস্তাব, সরকারই যদি স্বল্প হারে কর ধার্য করেন তাহলে প্রত্যেক ভারতবাসীই সেনার সাহায্যে এগিয়ে আসতে পারবেন। দেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। স্বচ্ছ ভারত সেস যেমন নতুন দেশ গড়ার এক অঙ্গীকার, তেমনই দেশের প্রতিরক্ষাকে মজবুত করতেও এই নতুন অঙ্গীকার সাদরে দেশবাসী মেনে নেবেন বলেই বিশ্বাস অক্ষয়ের। যদিও কেন্দ্রের তরফে এখনও এই প্রস্তাব নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এমএ/ ০৬:০৯/ ২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u1racH
July 28, 2017 at 12:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top